X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বর্ণচোরা ড. কামালের মুখোশ উন্মোচিত হয়েছে: খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:২২আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৭

খালিদ মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে ‘বর্ণচোরা’ আখ্যায়িত করে তার মুখোশ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের কথা বলেও তিনি (ড. কামাল হোসেন) স্বাধীনতাবিরোধী ও ঘাতকদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের সমাধিতে গেছেন। সাংবাদিকদের তিরস্কার করছেন, হুমকি দিয়েছেন এবং তাদের ওপর সন্ত্রাসী আক্রমণ করছেন।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছর পর বর্ণচোরা ড. কামালের মুখোশ উম্মোচিত হয়েছে। আওয়ামী লীগের ভেতরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করেছেন তিনি। ৪৮ বছরে এসব বর্ণচোরারা বিভিন্ন গ্রুপ নিয়ে ছিল। কিন্তু এবারের নির্বাচনে সব দেশবিরোধী শক্তি, বর্ণচোরা ও স্বাধীনতাবিরোধীরা এক হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে এখন পরিষ্কার, তার ভূমিকা নিয়ে আর কোনও সন্দেহ নাই।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন ঘিরে নানান ষড়যন্ত্র হচ্ছে। ড. কামাল হোসেন স্বাধীনতার পরে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। মুখে মুক্তিযুদ্ধের কথা বললে ৭১ সালে ড. কামালের ভূমিকা নিয়ে অনেক কথা ছিল, বঙ্গবন্ধুর স্নেহের কারণে তিনি রক্ষা পেয়েছেন। কিন্তু এবার তার রূপ পরিষ্কার। তার বিরুদ্ধে উঠা অভিযোগগুলোর সত্যতা মিলেছে।’

বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– সদ্য আওয়ামী লীগে যোগদানকারী বিএনপি নেতা আসলাম, জাকিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরীর হাতে ফুলের নৌকা দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন বোঁচাগঞ্জ উপজেলা ও সেতাবগঞ্জ পৌর বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস