X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে শিল্পাঞ্চল ও শিল্পপার্ক হবে: শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ১৯:০০আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৯:০৮

সাগরদী বাইপাস সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধনের সময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (ছবি– প্রতিনিধি)

নরসিংদীর মনোহরদী উপজেলায় শিল্পাঞ্চল ও বেলাব উপজেলায় শিল্পপার্ক করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মন্ত্রী জানান, শিল্পাঞ্চল ও শিল্পপার্কের জন্য প্রায় ৫০০ একর করে জমির প্রয়োজন হবে এবং ইতিমধ্যে নরসিংদীর জেলা প্রশাসককে জমি দেখতে বলা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হেতেমদী এলাকায় সাগরদী বাইপাস সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, ‘সড়ক ও নদী পথে নরসিংদীর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। এখানে বিদ্যুৎ আছে, গ্যাস আছে। যেকোনও ধরনের বড়, মাঝারি বা ক্ষুদ্র শিল্প নির্মাণে এ জেলা উপযুক্ত স্থান।’

তিনি বলেন, ‘হেতেমদী থেকে সাগরদী বাইপাস সংযোগ সড়ক নির্মাণ হলে এই এলাকায় দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। তাই সড়ক ও জনপথের তত্ত্বাবধানে মোট ১১৬ কোটি টাকা ব্যয়ে এই সাত কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে জমি অধিগ্রহণ বাবদ ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি টাকা এবং সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৬৯ লাখ টাকা।’

সড়কের জায়গা অধিগ্রহণকে কেন্দ্র করে অবৈধ স্থাপনা নির্মাণ হওয়ার বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘যারা রাতারাতি অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, তাদের অনিয়ম প্রশাসন দেখবে। যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত তারাই ক্ষতিপূরণ পাবেন। বাণিজ্য করার কোনও সুযোগ নেই।’

এর আগে মন্ত্রী একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই