X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পাঁচটি নদী নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ মে ২০১৯, ১৫:৫০আপডেট : ২০ মে ২০১৯, ১৬:২৩

চট্টগ্রাম বন্দরে নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘কর্ণফুলী, তুরাগ, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গাসহ ৫টি নদী নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। দুয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী দেখে মাস্টারপ্ল্যান অনুমোদন দেবেন। এরপরই এসব নদীর তীর দখলমুক্ত করার কাজ শুরু হবে।’

সোমবার (২০ মে) দুপুরে বন্দরের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নদী এক দিনে দখল হয়নি। ১০০ বছর ধরে দখল হচ্ছে। নদীর পাড়ে বিদ্যুৎ প্লান্টও বসে গেছে। আমরা প্রাথমিকভাবে এই পাঁচটি নদী নিয়ে কাজ করবো। নদীর পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আগামী ১০ বছরে এসব নদী দূষণ ও দখলমুক্ত করা হবে।’

চট্টগ্রাম বন্দরকে বিশ্বের শীর্ষ বন্দরে পরিণত করতে চান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দরের পথচলা ১৩২ বছরের। সরকার চট্টগ্রাম বন্দরকে অগ্রাধিকার দিচ্ছে। আমরা এই বন্দরকে বিশ্বের বন্দরগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে নিয়ে যেতে চাই। এর জন্য অনেকগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব উদ্যোগ বাস্তবায়িত করা হবে।’ এর জন্যে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

খালিদ মাহমুদ বলেন, ‘বন্দরের উন্নয়নে বন্দর সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে চেন অব কমান্ড মেনে কাজ করতে হবে। দেশের প্রতি দায়িত্ব আছে এটা মনে রাখতে হবে। তবেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

সভায় হুইপ সামশুল হক চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ