X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সাবান ফ্যাক্টরির কেমিক্যালে ২৫ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ২১:২৯আপডেট : ১৬ জুন ২০১৯, ২২:২২

সাবান ফ্যাক্টরির (বাঁয়ে) বিষাক্ত কেমিক্যালে মারা যাওয়া মাছ কুমিল্লায় ময়না বল সাবান ফ্যাক্টরির বিষাক্ত কেমিক্যাল নির্গত হয়ে একটি মাছের ঘেরের ২৫ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১৬ জুন) সকালে সদর উপজেলার ঝাগরজুলি হৃদগড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে সর্বস্বান্ত হয়ে গেছেন ফরহাদ আলী নামে এক খামারি। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার ঝাগরজুলি মুক্তি সিএনজি পাম্পের পেছনে হৃদগড়া এলাকায় ফরহাদ আলীর মাছের খামার। এখানে ৩০ একর জমিতে গত ১০ বছর যাবৎ মাছের চাষ করে আসছেন তিনি। তার মাছের ঘেরের পশ্চিম দিকে অবস্থিত ‘ময়না বল সাবান’ নামে একটি সোডা ও সাবানের ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরির উচ্চমাত্রার বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল গেল কয়েক মাস আগে রাতের আঁধারে তার মাছের ঘেরে ফেলে লাখ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়। ইতোপূর্বে সাবান ফ্যাক্টরির মালিক শাহজাহান সিরাজকে কয়েকবার বলার পরও কেমিক্যাল ফেলা বন্ধ করেননি তিনি। এরই ধারবাহিকতায় শনিবার রাতে সাবান ফ্যাক্টরির বিপুল পরিমাণ ক্ষতিকার উচ্চমাত্রার কেমিক্যাল ফেলা হয় ওই মাছের ঘেরে। কেমিক্যালের কারণে পানি বিষাক্ত হয়ে রুই, কাতল, বোয়ালসহ দেশীয় বিভিন্ন জাতের অন্তত ৫০০ মণ মাছ মারা যায়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলে জানান মালিক ফরহাদ আলী।

অভিযোগের বিষয়ে ওই সাবান ফ্যাক্টরির মালিক শাহজাহান সিরাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবান ফ্যাক্টরির কেমিক্যালের কারণে যদি মাছ মারা গিয়ে থাকে তাহলে বিষয়টি আমরা স্থানীয়ভাবে মীমাংসা করে নেব।’

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবান ফ্যাক্টরির বিষাক্ত কেমিক্যালের কারণেই মাছগুলো মারা গেছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?