X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ডিমলায় বিএনপির ৩০ নেতাকর্মী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ২০:১৪আপডেট : ২১ জুলাই ২০১৯, ২০:২৩

ডিমলায় বিএনপির ৩০ নেতাকর্মী গ্রেফতার

নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় নীলফামারীর ডিমলা থেকে উপজেলা বিএনপির ৩০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকারের আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁশলি অক্ষয় কুমার রায় এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আছেন- উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন, যুবদলের সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মো. হেলাল।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৭ আগস্ট সন্ধ্যায় ডিমলা উপজেলা জামায়াতের আমির মহিউর রহমান নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নিয়ে তার খালিশা চাঁপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামের নিজ বাড়িতে গোপন বৈঠকে মিলিত হন।খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মহিউর রহমানসহ পাঁচ জনকে আটক করে। এসময় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী পালিয়ে যায়।

ডিমলা থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজ আলী বাদী হয়ে ২০১৩ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭৫ জন নেতাকর্মীর নামে আদালতে চার্জশিট প্রদান করেন তিনি।

আসামি পক্ষের আইনজীবী আবু মোহাম্মদ সোয়েম জানান, আসামিরা উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক রবিবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে ডিমলা উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আরিফুল ইসলাম বলেন,‘মামলায় জামায়াত-শিবিরের বৈঠকের কথা বলা হলেও রাজনৈতিক কারণে বিএনপির নেতাকর্মীদের জড়ানো হয়েছে।’

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মামলার দীর্ঘ তদন্ত শেষে, জামায়াত-শিবির ছাড়াও বিএনপির ৩১ জন নেতাকর্মীর সংশ্লিষ্টতা থাকায় তাদের নামে চার্জশিট প্রদান করা হয়েছে।’

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?