X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

তিস্তা নদীতে নৌকাডুবে নিখোঁজ ৫

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ১৯:২৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৯:২৮

নৌকাডুবিতে নিখোঁজদের সন্ধান কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন। রবিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নৌকাডুবির ঘটনায় কারও মৃত্যু হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজ যাত্রীদের সন্ধান করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পাওয়া খবরে ডুবে যাওয়া নৌকা থেকে নিখোঁজ কারও সন্ধান মেলেনি। নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়েছে।’
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নৌকায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল। তারা বুড়িরহাট ঘাট থেকে পাশের একটি চরে যাচ্ছিলেন। এ সময় নৌকার মাঝি ঘাটে ছিলেন। নৌকা চালাচ্ছিলেন এক যাত্রী। কিছু দূর যাওয়ার পর স্রোতের টানে একটি বাঁধে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতার কেটে তীরে উঠতে পারলেও চার থেকে পাঁচজন ডুবে যায়।
ডুবে যাওয়া নৌকার মাঝি জাহেদুল বলেন, ‘সকালে ঘাটে নৌকা রেখে তিনি ইঞ্জিনের মবিল আনতে গেলে যাত্রীরা সবাই ওই নৌকায় উঠে বসেন। তিনি মবিল এনে ইঞ্জিনে ঢালার পর স্থানীয় এক যাত্রী নিজেই নৌকা চালিয়ে যাওয়ার কথা বলেন। এতে মাঝি জাহেদুল আপত্তি জানালেও স্থানীয় আরেক মাঝি বোচা তাকে ওই যাত্রীর কাছে নৌকা দিয়ে দিতে বলেন। পরে ওই যাত্রী নৌকা নিয়ে টি-বাঁধের কাছে গেলে স্রোতের টানে তিনি নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে নৌকাটি বাঁধের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বেশির ভাগ যাত্রীকে উদ্ধার করলেও কয়েকজন ঘটনাস্থলেই ডুবে যান।’
স্থানীয় বাসিন্দা খবির উদ্দিন জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে জান্নাতুল আঁখি (১১) ও কবিরন (৭০) নামে দুই জনের নাম জানা গেছে। খবর পেয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ও রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস