X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

লবণের ন্যায্য মূল্যের দাবি চাষিদের

কক্সবাজার প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ০১:৩৩আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০১:৩৭

লবণের ন্যায্য মূল্যের দাবি চাষিদের

লবণের ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কক্সবাজারের লবণ চাষি বাঁচাও পরিষদ। রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক সাজেদুল করিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠ পর্যায়ে প্রতিকেজি লবণের মূল্য চার টাকা। এ কারণে মৌসুমের শুরুতেই শত শত মেট্রিকটন লবণ মাঠে পড়ে রয়েছে। অথচ এক শ্রেণির লবণ সিন্ডিকেট দেশে লবণের কৃত্রিম সংকট দেখিয়ে ভিন্ন দেশ থেকে লবণ আমদানির পাঁয়তারা শুরু করেছে। তাই মাঠ পর্যায়ে লবণ উৎপাদনের বিষয়টি তদন্ত করে লবণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি জানান তারা।  

এর আগে সকালে একইভাবে মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত সহ সাত দফা দাবিতে কক্সবাজারে মানবববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে লবণ চাষিরা।

এসময় বক্তারা বলেন, ‘কক্সবাজারসহ দেশের উপকূলীয় এলাকায় মাঠ পর্যায়ে উৎপাদিত লবণের দাম নেই, দেশে একটি শক্তিশালী সিন্ডিকেট কঠোরভাবে লবণের দাম নিয়ন্ত্রণ করে নানা প্রক্রিয়ায় বিদেশ থেকে অবৈধভাবে লবণ আমদানি করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চরম সংকটে পড়েছে দেশীয় লবণ শিল্প ও চাষিরা।’

তাদের দাবিগুলো হলো- মাঠ পর্যায়ে লবণের মূল্য কেজি ১১ থেকে ১২ টাকা করা, লবণ আমদানি নিষিদ্ধকরণ, মানব দেহের ক্ষতিকর সোডিয়াম সালফেট ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি নিয়ন্ত্রণ করা, সোডিয়াম ক্লোরাইড আমদানি নিষিদ্ধ করা, সহজ শর্তে লবণ চাষিদের ঋণ প্রদান, জরুরি প্রয়োজনে বিসিকের মাধ্যমে ২ লাখ মেট্টিক টন লবণ মজুদ, প্রান্তিক চাষিদের ঋণ মওকুফ ও প্রণোদনা প্রদান।

বাংলাদেশ লবণচাষি বাঁচাও পরিষদের আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিম এর সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন এলাকার লবণ চাষি ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন