X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

করোনায় মৃত্যু নিয়ে গুজব, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ মার্চ ২০২০, ১৮:২৬আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৮:৩০

ফেনী থেকে গ্রেফতার করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ফেনী ও চাঁদপুর থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।

ফেনী প্রতিনিধি জানান, করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছাড়ানোর অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা শহরের দোয়েল চত্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি এএনএম নুরের জামান এই তথ্য নিশ্চিত করেন।

ওসি নুরের জামান জানান, গ্রেফতার দুই ব্যক্তি হলেন সদর থানার মঠবাড়িয়ার কবির আহাম্মদের ছেলে শহীদুল ইসলাম রাসেল (২৯) ও কাজীরবাগের আব্দুর রহমানের ছেলে আব্দুল আহাদ(২২)। ফেনী মডেল থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়।

চাঁদপুর থেকে গ্রেফতার চাঁদপুর প্রতিনিধি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে খাজা মোহাম্মদ মাকসুদ (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সদস্যরা। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়নস্থ ইসলামপুর গাছতলা। সোমবার (২৩ মার্চ) দুপুরে তাকে চাঁদপুর বাসস্ট্যান্ডের ফয়সালা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত সাইমন ডিজিটাল হাউজ অ্যান্ড অফসেট প্রেস থেকে তাকে আটক করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডা. ইফতেখার আদনানের করোনায় মৃতের সংখ্যা নিয়ে ছড়ানো গুজবের অডিও ক্লিপ খাজা মাকসুদ তার নিজস্ব ফেসবুকে প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পরে বিষয়টি জানতে পেরে জেলা ডিবি পুলিশের ওসি মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নাশকতার আরও চারটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে দোকানে দোকানে পণ্য বিক্রির সময় সেলসম্যানের মৃত্যু
গরমে দোকানে দোকানে পণ্য বিক্রির সময় সেলসম্যানের মৃত্যু
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা