X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ওএমএস-এর চাল অটোরিকশায়, চালকের জেল

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ১৮:৫৮আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৯:২৩

ওএমএস-এর চাল অটোরিকশায়, চালকের জেল

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস)-এর চাল বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ৩৩৫ কেজি চালসহ একজন অটোরিকশা চালককে আটক করেছে স্থানীয়রা। বুধবার (৮ এপ্রিল) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার টিলাবাজারে এই ঘটনা ঘটে। পরে চাল বহনকারী অটোরিকশা চালক তাহের আলীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনার পর থেকে স্থানীয় ভুলু চৌকিদার পলাতক রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, বুধবার ভোরে অটোরিকশায় করে চাল নিয়ে যাওয়ার সময় সন্দেহ হয় এলাকাবাসীর। তার চালসহ অটোচালককে আটক করে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে চাল আবারও ঘটনাস্থলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে তিনি দুপুরে টিলাবাজারে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অটোচালককে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা দুদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।’

অটোচালক তাহের বলেন, ‘ঘাটাইল ইউনিয়নের উজ্জ্বল মিয়া ও ভুলু চৌকিদার আমাকে তার বাড়ি থেকে চালগুলো টিলাবাজারের শাহজাহানের দোকানে নিয়ে যেতে বলে। এছাড়া আমি আর কিছুই জানি না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, ‘সরকারি চাল বিক্রির জন্য নিয়ে যাওয়ার দায়ে অটোচালক আবু তাহেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনায় দুজন ডিলারকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার মূলহোতাদের খুঁজে বের করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

ওএমএস-এর চাল অটোরিকশায়, চালকের জেল ওএমএস-এর চাল অটোরিকশায়, চালকের জেল

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র