X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

৩ বছরের শিশুর করোনা শনাক্ত

মাদারীপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ২১:৪২আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২২:১১

মাদারীপুর

মাদারীপুরের রাজৈর উপজেলার কোদালিয়া বাজিতপুর এলাকায় ১২ এপ্রিল এক ব্যক্তির করোনায় আক্রান্ত হওয়ার পর এবার তার তিন বছরের শিশুসন্তানও আক্রান্ত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা যায়।

জানা গেছে, পরিবারের একজন (শিশুটির বাবা) করোনা আক্রান্ত হওয়ায় মাদারীপুর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আইইডিসিআর-এ ওই পরিবারের মা ও শিশু দুজনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিন বছর বয়সী ওই শিশুর করোনা পজিটিভ এসেছে। বাবার করোনা শনাক্তের পর ওই পরিবারের মা ও সন্তান আগে থেকেই কোয়ারেন্টিনে ছিল। আজ পরীক্ষার রিপোর্ট আসার পর তাদের আইসোলেশনে নেওয়া হয়েছে।

এছাড়া মাদারীপুর সদরের ধূরাইল ইউনিয়নের ইটখোলা বাজিতপুরের ২২ বছরের এক তরুণ, পাঁচখোলা ইউনিয়নের উত্তর পাঁচখোলা গ্রামের ৫৫ বছর বয়সী বৃদ্ধ এবং ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দিতে ৫০ বছর বয়সী এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বলেন, '৩ বছরের শিশুটি করোনা আক্রান্ত হওয়ায় তার মায়ের করোনা আক্রান্তের সম্ভাবনা অনেক বেশি। কারণ তিনি সার্বক্ষণিক শিশুটির সংস্পর্শে আছেন। স্বাস্থ্য বিভাগ থেকে সার্বক্ষণিক চিকিৎসা সেবা অব্যাহত আছে।'

উল্লেখ্য, ৮ মার্চ মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ের আপাসী গ্রামে এক ইতালী প্রবাসীর মাধ্যমে দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তিনি অনেক আগেই সুস্থ হয়েছেন। কিন্তু এরপর দীর্ঘদিন মাদারীপুর সদরে করোনা আক্রান্ত রোগী না থাকলেও আজ বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তিনটি আলাদা এলাকা ধুরাইল, পাঁচখোলা ও ঝাউদিতে করোনার রোগী শনাক্ত হয় বলে জানানো হয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?