X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটির স্বাস্থ্য ব্যবস্থার অসুখকাল চলছে

জিয়াউল হক, রাঙামাটি
১৭ জুন ২০২০, ২১:৪৭আপডেট : ১৭ জুন ২০২০, ২১:৪৭

রাঙামাটির স্বাস্থ্য ব্যবস্থার অসুখকাল চলছে ১০টি পাহাড়ি উপজেলা নিয়ে গঠিত দেশের বৃহত্তম জেলা রাঙামাটি। দুর্গম এই অঞ্চলে উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য ১৯৮৪ সালে রাঙামাটি জেনারেল হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনেকেই আসেন এখানে চিকিৎসা নিতে। কিন্তু প্রাথমিক চিকিৎসা ছাড়া জটিল কোনও রোগের সেবা দেওয়ার ব্যবস্থা নেই এই হাসপাতালে। এমনকি নেই কোনো আইসিইউ, ভেল্টিলেটর, অক্সিজেন সিলিন্ডারও নেই পর্যাপ্ত। করোনাভাইরাস শনাক্তের জন্য নেই পিসিআর ল্যাব। ফলে বাড়ছে সংক্রমণের হার।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি গৌতম দেওয়ান বলেন, 'এতো পুরান জেলা হওয়ার পরও চিকিৎসা ব্যবস্থায় এখনও অনেক পিছিয়ে আছি আমরা। জ্বর-মাথা ব্যথা ছাড়া বড় কোনও চিকিৎসাও হয় না এখানে। করোনার কারণে রাঙামাটি সদর হাসপাতালের করুন অবস্থা আরও বেশি স্পষ্ট হয়েছে। দ্রুত এই অবস্থার উন্নতির দরকার এবং আগামী বাজেটে দুর্গম এলাকার কথা বিবেচনা করে একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি থাকবে।'

রাঙামাটির প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে জানান, করোনা আক্রান্ত হয়ে পার্বত্য মন্ত্রীকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যেতে হয়েছে। তাহলে সাধারণ মানুষ চিকিৎসা নেবে কোথায়? পার্বত্য দুর্গম এলাকার মানুষের পক্ষে তো ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব না। তাই তিনি জেলায় আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে করোনাভাইরাস সংক্রমণ রোধে রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপন করার দাবি জানান তিনি।

রাঙামাটির স্বাস্থ্য ব্যবস্থার অসুখকাল চলছে

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান বলেন, 'রাঙামাটিতে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, আরও ১৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের কাজ শুরু হয়েছে। আমি যতটুকু জেনেছি, নতুন ভবনেও আইসিইউ, ভেল্টিলেটরের ব্যবস্থা রাখা হয়নি। এভাবে কী আমরা চিকিৎসার অভাবে মরতে থাকবো?'

চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, 'ঢাকায় বসে যারা প্রকল্প বাস্তবায়ন করেন, ওনারা পার্বত্য এলাকার কথা চিন্তা করেন না। এখানকার দুর্গমতার কথা মনে হয় ওনারা জানেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রস্তাবনা এখনও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পড়ে আছে, আমি যতটুকু জানি। জাতীয় স্বাস্থ্য নীতি যেটা আছে, সেটা পার্বত্যবান্ধব করতে হবে। যে নীতিমালাগুলো কাগজে কলমে আছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে।'

রাঙামাটির স্বাস্থ্য ব্যবস্থার অসুখকাল চলছে

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর সংকটের কথা স্বীকার করে বলেন, 'করোনা রোগীর জন্য খুব বেশি প্রয়োজন অক্সিজেন সিলিন্ডার। প্রথমে কিছুটা সংকট থাকলেও বতর্মানে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি।'

তিনি আরও বলেন, 'রাঙামাটি সদর হাসপাতালে আইসিইউ, ভেল্টিলেটরের ব্যবস্থাও নেই। যা আছে তাই দিয়ে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছি আমরা।'

রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, 'রাঙামাটিতে নতুন ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে আইসিইউসহ অনান্য সুবিধা যুক্ত করার প্রস্তবনা পাঠানো হয়েছে। পিসিআর ল্যাব না থাকায় করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে না। পিসিআর ল্যাব স্থাপনের ব্যপারে স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমতি পেলে কাজ শুরু করা যাবে। এখন যেখানে নমুনার ফলাফল পেতে ৮-১০ দিন লাগছে, তখন ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নমুনার ফলাফল পাওয়া সম্ভব হবে।'

 

 

 



/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই