X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

করোনায় মারা গেলেন ফেনী জেলা আ. লীগের সভাপতি অ্যাড. আক্রামুজ্জামান

ফেনী প্রতিনিধি
২৮ জুন ২০২০, ১৯:৫৪আপডেট : ২৮ জুন ২০২০, ১৯:৫৮

ফেনী জেলা সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আক্রামুজ্জামান (৭৫)। রবিবার (২৮ জুন ) ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া গ্রামের গোলারহাটে অত্যন্ত সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আক্রামুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে। দলীয় সকল নেতাকর্মী ও সর্বস্তরের ফেনীবাসীকে যার যার অবস্থান থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য অনুরোধ করেছেন তিনি।

নিহতের বড় ছেলে সাইফুজ্জামান বাবু বাংলা ট্রিবিউনকে জানান, তার ছোট ভাই ঢাকার সিএমএম কোর্টের সিনিয়র সহকারী জজ শরীফ উচ্চতর প্রশিক্ষণের জন্য স্ত্রী-সন্তান নিয়ে লন্ডনে রয়েছেন। আজ রবিবার (২৮ জুন) সন্ধ্যায় ৬টায় লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন। সোমবার সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছালে সকাল ৯টার দিকে তার লাশ ফেনীর উদ্দেশে আনা হবে।

প্রসঙ্গত অ্যাডভোকেট আক্রামুজ্জামান ১৯৬৭ সালে ফেনী মহকুমা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। ১৯৬৭ সালে তৎকালীন ফেনী মহকুমা ছাত্র ইউনিয়নের সভাপতি হন । ৭১ এ মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে অংশ নেন। স্বাধীনতার পর ন্যাপের (মোজাফ্ফর) ফেনী মহকুমা সাধারণ সম্পাদক হন। ৯০ এর দিকে আওয়ামী লীগে যোগ দেন। ফেনী জজ কোর্টে সরকারি কৌঁসুলি (পিপি) ছিলেন। ২০১৯ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। অসুস্থ হয়ে গত ১৯ জুন সন্ধ্যায় ঢাকা সিএমএইচ এ ভর্তি হন। সেখানে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন তিনি। ফেনী ডায়াবেটিক সমিতির আমৃত্যু সভাপতি ছিলেন আক্রামুজ্জামান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?