X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

৩৪ খালি ট্রাক এলো, ফেরত গেলো ১৪০টি

বেনাপোল প্রতিনিধি
৩০ জুন ২০২০, ২০:০৪আপডেট : ৩০ জুন ২০২০, ২০:০৯

খালি ট্রাক নিয়ে ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে দেশটির চালকরা

দীর্ঘ সাড়ে তিন মাস পর ভারতের পেট্রাপোল বন্দরে আটকা থাকা ৩৪টি বাংলাদেশি খালি ট্রাক সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ফিরে এসেছে। একই সময় থেকে বেনাপোল বন্দরে আটকা থাকা ১৪০টি ভারতীয় খালি ট্রাক দেশে ফিরে গেছে। করোনাভাইরাসের কারণে উভয় দেশ সীমান্ত বন্ধ রাখায় এসব ট্রাক আটক পড়েছিল।

সোমবার ৩০ জন বাংলাদেশি ট্রাকচালক স্বাস্থ্যবিধি মেনে ভারত সীমান্তে যান। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে খালি ট্রাকগুলো চালিয়ে বেনাপোলে ফিরিয়ে আনা হয়। এসব ট্রাক রফতানি পণ্য নিয়ে ২২ মার্চের আগে ভারতে গিয়েছিল। সেখানে লকডাউনের কারণে খালি ট্রাকগুলো আটকা পড়লেও চালকরা বিশেষ ব্যবস্থায় দেশে ফিরে আসেন।

একই নিয়ম মেনে বেনাপোল বন্দরে আটকে থাকা ভারতীয় প্রায় ১৪০টি খালি ট্রাক ফেরত নিয়ে যাচ্ছেন ভারতীয় ট্রাকচালকরা। এসব খালি ট্রাক বন্দর এলাকায় রেখে ভারতীয় চালকরা নিজ দেশে অবস্থান করছিলেন। আজ মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যার মধ্যে ভারতীয় সব ট্রাক ফিরে যাবে বলে বন্দর সূত্রে জানা গেছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় গত ২২ মার্চ থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। উভয় দেশের প্রশাসন ও ব্যবসায়ীরা কয়েক দফা বৈঠক করেও করোনা পরিস্থিতির কারণে খালি ট্রাক ফেরত আনতে বা পাঠাতে পারেনি। গত ৭ জুন থেকে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে পুনরায় আমদানি শুরু হলেও এসব খালি ট্রাক এতদিন উভয় সীমান্ত বন্দরে আটকা ছিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতীয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে একাধিকবার আলোচনা করেও বাংলাদেশি খালি ট্রাকগুলো ফেরত আনা যায়নি। অবশেষে খালি ট্রাকগুলো ফেরত আনার জন্য আমাদের জানানো হয়। যাদের ট্রাক পেট্রাপোলে আটকে আছে তাদের বিষয়টি জানানোর পর ওইসব খালি ট্রাক বাংলাদেশে ফেরত আনা শুরু হয়।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, করোনা পরিস্থিতিতে ভারত সরকারের লকডাউনের কারণে দু’দেশের বন্দর অভ্যন্তরে বেশ কিছু খালি ট্রাক আটকে পড়ে। উভয় দেশের সিদ্ধান্তের পর ভারতীয় অধিকাংশ খালি ট্রাক ফেরত নিয়ে গেছে। যে কটি বাকি আছে আজকের মধ্যে সেসব ট্রাক তারা নিয়ে যাবেন। ভারতের পেট্রাপোলে বাংলাদেশি ৩৪টি খালি ট্রাক দেশে ফেরত আনা হয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে