X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আশ্রয় কেন্দ্রে ছুটছে বানভাসি মানুষ

মনির হোসেন, শরীয়তপুর
২৭ জুলাই ২০২০, ২০:০১আপডেট : ২৭ জুলাই ২০২০, ২৩:৩২

বসত ঘর প্লাবিত হওয়ায় আশ্রয় কেন্দ্রে যাচ্ছে সবাই নড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৮৫ বছর বয়সী মমিন আলী সরদার ও তার স্ত্রী লিলু বেগম ১৫ দিন ধরে পানিবন্দি অবস্থায় বাড়িতে ছিলেন। এখন ঘরের ভেতরেও তিন ফুট পানি। ছেলেমেয়েরাও কাছে নেই। দুজনেই তাই ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে। বৃদ্ধ মমিন আলী সরদার বলেন, ‘ঘরের মধ্যে পানি। দুজনের থাকা-খাওয়ায় অনেক কষ্ট হয়। বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছি।’

বন্যা যত দীর্ঘস্থায়ী হচ্ছে ততই দুর্ভোগ বাড়ছে মানুষের। বন্যায় এখন পর্যন্ত জেলায় ৫৫ হাজার পরিবারের অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ভেতরেও পানি উঠে যাওয়ায় অনেকেই এখন আশ্রয়কেন্দ্রে ছুটছেন।

সোমবার সরেজমিন নড়িয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নড়িয়া পৌরসভার নয়টি ওয়ার্ডসহ নড়িয়া উপজেলার ১৪ ইউনিয়নই এখন বন্যাকবলিত। নড়িয়া এলাকার অধিকাংশ রাস্তা পানিতে তলিয়ে গেছে।

নড়িয়া উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, নড়িয়ায় প্রায় ২০ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত  হয়েছে। বন্যাদুর্গতদের জন্য নড়িয়ায় ৩৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর বাইরে নড়িয়া পৌরসভার তিনটি বিদ্যালয়ে বন্যাদুর্গতদের আশ্রয় নিতে বলা হয়েছে। ইতোমধ্যে সাতটি আশ্রয়কেন্দ্রে ২৯০টি পরিবার আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ১০ কেজি করে এখন পর্যন্ত ৫২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া ৫শ’ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

লোনসিং সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ২৫টি পরিবার আশ্রয় নিয়েছেন। এরমধ্যে সবার প্রথমে আসা আটটি পরিবার শুকনো খাবারের প্যাকেট পেলেও বাকি ১৭টি পরিবার এখন পর্যন্ত কোনও সহায়তা পায়নি। এখানে আশ্রয় নেওয়া মায়া রানী বলেন, ‘তিন সন্তান নিয়ে চার দিন ধরে আশ্রয়কেন্দ্রে আছি। কিন্তু এখন পর্যন্ত কোনও সাহায্য পাইনি। নিজের যা ছিল তা আজকেই শেষ হয়ে যাবে। কাল থেকে বাচ্চাদের কী খাওয়াবো জানি না।’

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায় বলেন, ‘পর্যাপ্ত ত্রাণ রয়েছে। তালিকা অনুযায়ী প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তবে অধিকাংশ এলাকা ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ত্রাণ বিতরণে স্থানীয় জনপ্রতিনিধিদের একটু সময় লাগছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র