X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

উজানের পানিতে তলিয়ে গেছে প্রায় ৪শ' হেক্টর ফসলি জমি

বেনাপোল প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ১৪:৪৯আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৪:৫০

শার্শার রুদ্রপুর গ্রামের একটি মাঠ

যশোরের শার্শা উপজেলার দক্ষিণাঞ্চলের ৬টি ইউনিয়নের প্রায় ৪শ' হেক্টর জমির ফসল ভারত থেকে আসা ইছামতি নদীর উজানের পানিতে তলিয়ে গেছে। আউশ আমনসহ বিভিন্ন সবজি পানির নিচে ডুবে রয়েছে। অনেকের বাড়িতে পানি উঠতে শুরু করেছে। স্থানীয়রা জানান, গত কদিন ধরে ভারতের ইছামতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি রুদ্রপুর খাল দিয়ে প্রবেশ করে শার্শার দক্ষিণাঞ্চলের মাঠ ঘাট তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দক্ষিণের কায়বা, গোগা, বাগআঁচড়া, উলশী ও পুটখালী ইউনিয়নের বিলাঞ্চল তলিয়ে ভেসে গেছে ডাঙা জমির ফসল।

রুদ্রপুর গ্রামের আজিজুল ইসলাম জানান, প্রতিদিন আধা ফুট করে পানি বৃদ্ধি পাচ্ছে বিলে। ইছামতির পানি খাল দিয়ে ঢুকে পড়ছে শার্শার নিম্নাঞ্চলে। খালমুখে স্লুইজ গেট থাকলেও তা ক্রটিপূর্ণ। পানি আটকানোর ক্ষমতা নেই।

শার্শার কায়বা ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ টিংকু জানান, সীমান্তের ইছামতি নদী দিয়ে আসা ভারতে উজানের পানিতে দক্ষিণ শার্শার ৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। প্রায় ৪শ' হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ উপজেলা কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ক্ষতির অনুদান এলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে দেওয়া হবে।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম কুমার শীল জানান, কায়বার ঠেঙামারী, আওয়ালী, গোমর, পান্তাপাড়া, ডেয়ো ও মহিষা বিলের আশপাশের প্রায় ৪শ হেক্টর জমি এবছর পানিতে তলিয়ে গেছে। এতে আউশ ও আমন ধান এবং বিভিন্ন তরিতরকারির আবাদসহ সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
ভাঙা হাটের দিন
ভাঙা হাটের দিন
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে