X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের বাধায় পণ্ড খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান

বগুড়া প্রতিনিধি
১৬ আগস্ট ২০২০, ০২:২৭আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০২:৩৮

বগুড়ায় খালেদা জিয়ার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের হামলা  
১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন এবার পালন করা হবে না বলে কেন্দ্রীয় বিএনপি ঘোষণা দিলেও সে আয়োজন চলছিল বগুড়ার ধুনটে। আর তাতেই বাধা দেওয়ার নামে ছাত্রলীগের নেতাকর্মীরা বেগম জিয়ার ‘জন্মদিনের’ অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ছাত্রলীগের হামলায় পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিনহাজ উদ্দিন মিঠুসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে ধুনট সদর ইউনিয়নের হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ  করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপি শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি নেতা মুঞ্জিল হোসেনের দোকান ঘরে অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন মন্ডল, যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক মন্ডল, সদস্য মোখফিজুর রহমান বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেক কেটে আলোচনা সভার প্রস্তুতি নেন।

এসময় ধুনট পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বিপুল হাসানসহ ১০/১২জন নেতাকর্মী অতর্কিতভাবে ওই অনুষ্ঠানে হানা দেন। তারা চেয়ার-টেবিল ও টিনের বেড়া ভাঙচুর করে। দৌড়ে পালাতে গিয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিনহাজ উদ্দিন মিঠুসহ তিনজন আহত হন।

ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোখফিজুর রহমান বাচ্চু জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধুনট উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং করোনায় মৃতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে দোকানঘর ভাঙচুর ও কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে।

আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে ধুনট পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বিপুল হাসান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দিনে বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের অনুষ্ঠান ভন্ডুল করে দিয়েছে। তবে কাউকে মারধর বা ভাঙচুর করা হয়নি।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠানে কোনও হামলা হয়েছে কিনা সে সম্পর্কে তার কিছু জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন