X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চলন্ত বাস থেকে ধাক্কা দেওয়ায় যাত্রীর মৃত্যু: আদালতে হেলপারের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:১৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:১৮

চট্টগ্রাম

বাস ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাসটির চালকের সহকারী (হেলপার)। রবিবার (২৭ সেপ্টেম্বর) আরিফ নামের ওই হেলপার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে খুলশী থানার ওসি মো. শাহিনুজ্জামান। এর আগে ২৬ সেপ্টেম্বর তাকে একদিনের রিমান্ডে নিয়ে আসা হয়।
গত শুক্রবার চট্টগ্রামের জিইসি মোড়ে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, গত শুক্রবার রাতে নগরীর জিইসির মোড় এলাকায় ১০ নম্বর রুটের একটি বাসের হেলপার আরিফের সঙ্গে যাত্রী জসিম উদ্দিনের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হেলপার আরিফ ওই যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে জসিম উদ্দিন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে পার্কভিউ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে জসিম উদ্দিন মারা যান।

নিহত জসিম পটিয়ার দক্ষিণ ছনহরা গ্রামের আলী নবীর ছেলে এবং নগরীর আগ্রাবাদ এলাকায় এইচএনএস অটোমোবাইলের ডেপুটি ম্যানেজার পদে কর্মরত ছিলেন তিনি।

এ সম্পর্কে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বাসটির চালক রাকিব ও হেলপার আরিফকে আমরা আটক করি। এরপর ওই দিন রাতে নিহত যাত্রী জসিম উদ্দিনের স্ত্রী হত্যাচেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন আরিফকে আদালতে তোলা হয়। এরপর আদালতের নির্দেশে চালকের সহকারী আরিফকে একদিনের রিমান্ডে নিয়ে আসা হয়। রিমান্ড শেষে রবিবার (২৭ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইদিন আরিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে  জসিমকে ধাক্কা দেওয়ার কথা স্বীকার করেছে আরিফ। 

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আরিফ পুলিশকে জানিয়েছে, ঘটনার দিন রাতে জসিম উদ্দিন আগ্রাবাদ থেকে বহদ্দারহাট যাচ্ছিলেন। এ সময় জিইসি পৌঁছালে তিনি হেলপার আরিফকে ১২ টাকা ভাড়া দেন। তার ভাড়া ছিল ৭ টাকা। ৫ টাকা ফেরত পাওয়ার প্রত্যাশায় আরিফকে ১২ টাকা দেন। কিন্তু আরিফ তাকে ৪ টাকা ফেরত দেয়। ১ টাকা কম হওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে কিল ঘুষির ঘটনা ঘটে। পরে আরিফ জসিম উদ্দিনকে লাথি মেরে চলন্ত বাস থেকে ফেলে দেন। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন