X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

পদ্মা পার হওয়া যাবে ৫ মিনিটেই

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
১০ ডিসেম্বর ২০২০, ১৮:০৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২০:১৩

 

পদ্মা সেতু (ছবি: ফোকাস বাংলা)

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুতে ৮০ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে পাঁচ মিনিটেই পার হওয়া যাবে পদ্মা নদী। এতে সময় বাঁচবে, সাধারণ যাত্রীদের ভোগান্তি কমবে। তবে সব কাজ শেষ করার জন্য অপেক্ষায় থাকতে হবে আর মাত্র বছরখানেক সময়। বর্তমানে আবহাওয়া অনুকূলে এবং ঘাটে কোনও যানজট না থাকলে ফেরিতে করে পদ্মা নদী পাড়ি দিতে সময় লাগে কমপক্ষে এক ঘণ্টা ১০ মিনিট।

পদ্মা সেতু প্রকল্পের প্রকৌশলী ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, বাংলাদেশে সর্বোচ্চ গতিসীমায় গাড়ি চলবে এই পদ্মা সেতু দিয়ে। সেতুতে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।

এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তা আব্দুল আলীম, যিনি বিগত কয়েক বছর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের উভয় ঘাটে ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন, বাংলা ট্রিবিউনকে জানান, যদি ঘাটে কোনও যানজট না থাকে, আবহাওয়া অনুকূলে থাকে এবং নৌরুটে ফেরি চলতে নাব্য সংকট, ঘন কুয়াশা বা অন্য কোনও সমস্যায় পড়তে না হয় তাহলে রো রো ফেরিতে এক ঘণ্টা ১০ মিনিট এবং ছোট ফেরিগুলোতে কমপক্ষে দেড়ঘণ্টা সময় লাগে ফেরি পার হতে। আর যদি প্রতিকূল আবহাওয়া, নাব্য সংকট, ঘন কুয়াশা বা ঘাটে যানজট লাগে তাহলে কত সময়ে পদ্মা নদী পার হওয়া যাবে তার কোনও হিসাব নেই। এমনকি, কখনও কখনও নানা সমস্যায় দফায় দফায় ফেরি বন্ধ রাখতে হয়। ১১ কিলোমিটার দূরত্বের এ রুটে আগে ১৮টি ফেরি চলতো। বর্তমানে ১৩টি ফেরি চলে। তবে, বেশিরভাগ ফেরিই পুরাতন। সর্বশেষ যে ফেরিটি যুক্ত হয়েছে তাও ৬ বছরের পুরাতন।

এ নৌরুটে ২৪ ঘণ্টায় গড়ে দুই হাজার যান পার হয় পদ্মা নদী। তবে, ঈদের মৌসুম বা অন্য যেকোনও ছুটির সময় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তখন অল্প কয়েকটি ফেরি নিয়ে হিমশিম খেতে হয় আমাদের।

পদ্মা সেতু (ছবি: তানজিল হাসান, মুন্সীগঞ্জ)

এদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেও যানের গতিবেগ সর্বোচ্চ ৮০ কিলোমিটার। এক্সপ্রেসওয়ে চালু হওয়ার আগে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট লেগে থাকতো। ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে নাকাল হতে হতো সাধারণ যাত্রী ও চালকদের। পদ্মা সেতু চালু হলে এখানে দিনে রাতে ফেরির কমপক্ষে ২০ গুণ যানবাহন অনায়াসেই যাতায়াত করতে পারবে। আগে যেখানে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় এসে দিনের কাজ দিনে শেষ করা যেত না, সেখানে খুব সকালে রওনা দিলে অনায়াসেই অফিস-আদালতের কাজ শেষ করে ফের ঘরে ফিরতে পারবে মানুষ।

মুন্সীগঞ্জের হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাসেদ জানান, আগে বিভিন্ন পয়েন্টে যানজট লাগলেও এখন যানজট নেই। ঢাকার যাত্রাবাড়ী থেকে মাওয়া পর্যন্ত ৩৩ কিলোমিটার এক্সপ্রেসওয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ২৫ মিনিটেই যাওয়া সম্ভব। সার্ভিস লেন যুক্ত হওয়ায় এক্সপ্রসওয়েতে কোনও সর্বনিম্ন গতিসীমা নেই। কারণ, 'স্লো মুভিং ভেহিক্যাল' সার্ভিস লেনে চলবে।

পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানোর মাধ্যমে যাত্রী ও চালকদের ভোগান্তির অবসানে আরও একধাপ এগিয়ে যাওয়া সম্ভব হলো। এখন এই সেতু দিয়ে চলাচলের জন্য অপেক্ষা শুধু একটি বছরের।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহমেদ আহসান উল্লাহ মজুমদার জানান, স্প্যান বসানো শেষ। এখন রোডওয়ে ও রেলওয়ে স্ল্যাব বসানো চলবে। এরইমধ্যে ১৯টি স্প্যানের ওপর রোডওয়ে স্ল্যাব বসানো শেষ হয়েছে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। সে হিসাবে ৩ বছর ২ মাস ১০ দিনে বসানো হচ্ছে সেতুর সবক’টি স্প্যান। বন্যা, নদীভাঙন, চ্যানেলে নাব্য সংকট, করোনাভাইরাস মহামারিসহ নানা জটিলতা কাটিয়ে একে একে ৪১টি স্প্যান বসানো হয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, গত ৩ ডিসেম্বর পর্যন্ত মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৯১ ভাগ এবং আর্থিক অগ্রগতি ৮৮ দশমিক ৩৮ ভাগ।

আরও পড়ুন:

এক নজরে পদ্মা সেতু

উচ্ছ্বসিত-গর্বিত প্রকৌশলী ও কর্মীরা

পদ্মা সেতুর আরও যেসব কাজ বাকি

যুক্ত হলো পদ্মার দুই পাড়, স্বপ্নের সেতু দৃশ্যমান

 

১১৬৭ দিনে ৪১ স্প্যান

কোনও ব্যক্তি নয়, নদীর নামেই হবে ‘পদ্মা সেতু’

পদ্মা সেতুর ব্যয় বেড়েছে তিনগুণ

 

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস