X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে টিকা দেওয়া হবে ২১ হাজার ৬শ’ জনকে

পঞ্চগড় প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ১৮:৫৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৮:৫৮

পঞ্চগড়ে প্রাথমিকভাবে ২১ হাজার ৬শ’ জনকে করোনার টিকা দেওয়া হবে। আগামী ৭ ফেব্রুয়ারি টিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, ‘আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই করোনার টিকা দেওয়া হবে। একাধিক টিম এই কার্যক্রম পরিচালনা করবে।  আগামী রবিবার পঞ্চগড়ে ভ্যাকসিন আসবে। এখন তালিকা তৈরির কাজ চলছে।’

তিনি আরও বলেন ‘প্রাথমিক পর্যায়ে ২ হাজার ৪শ’টি ভায়াল (কাচের শিশি) আসবে। এর একটি থেকে ৯ জনকে দেওয়া হবে। সেই হিসাবে ২১ হাজার ৬শ জনকে এই টিকা দেওয়া যাবে। করোনার টিকা রাখার স্থানসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের এই টিকা দেওয়া হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কনসালটেন্ট (সার্জারী) আমির হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোজাফফর হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম সফিক ও মেডিকেল অফিসার  তোফায়েল আহমেদ প্রথম করোনা টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে সভায় জানানো হয়।

জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য সচিব সিভিল সার্জন, কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক মোজাফফর রহমান, কমিটির সদস্য ও প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলমসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় কভিড-১৯ মহামারি মোকাবিলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী, সম্মুখ সারির কর্মী, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর তালিকা প্রণয়নে উপজেলা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান, করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ করাসহ কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘টিকা নিতে আগ্রহীদের প্রত্যেককে স্বস্ব উদ্যোগে নিবন্ধন করতে হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই