X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মধ্যরাতে আগুনে পুড়ে গেছে তিনটি বাস

গাজীপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ২০:০৪আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২০:০৪

গাজীপুরে রহস্যজনক আগুনে পুড়ে গেছে পার্কিং করে রাখা আন্তঃজেলা পরিবহনের তিনটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার মধ্যরাতে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নেভান। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন কে চৌধুরী ফিলিং স্টেশনের প্লাটফর্মে প্রায় প্রতি রাতে আন্তঃজেলা সার্ভিসের বিভিন্ন বাসসহ একাধিক গাড়ি পার্কিং করে রাখেন পরিবহন শ্রমিকরা। বুধবার রাতেও যাত্রী নামিয়ে আন্তঃজেলা বিভিন্ন সার্ভিসের চারটি বাস সেখানে পার্কিং করে রেখে শ্রমিকরা গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ২টার দিকে পার্কিং করে রাখা শ্যামলী বাংলা সার্ভিসের একটি বাসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। আগুনের প্রচণ্ড তাপে বাসের কাচ ভেঙে গেলে পাশেই পার্কিং করে রাখা এনা পরিবহনের অপর দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুন থেকে রক্ষা করতে সোনার মদিনা পরিবহনের অপর একটি বাসকে ট্রাকের সাহায্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন। আগুনে ওই তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি নাশকতার ঘটনা নয় বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট বা গাড়ির ভিতর শ্রমিকদের ব্যবহৃত মশার কয়েল থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। পুলিশের সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে বাসন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় পানি শূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক গর্ভবতী নারী
গাজায় পানি শূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক গর্ভবতী নারী
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ