X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

হতদরিদ্র মানুষের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের উপহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ এপ্রিল ২০২১, ২৩:০৪আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২৩:০৪

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া চট্টগ্রাম নগরীর হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া এক হাজার প্যাকেট উপহার সামগ্রী (ত্রাণ) পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী তুলে দেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। একই সময় ২০৬ জনকে এক লাখ তিন হাজার টাকা নগদ অর্থ দেওয়া হয়।

প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল সাত কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, দুই কেজি আলু, এক কেজি চিনি ও একটি সাবান।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘করোনার সময়ে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা প্রশাসন কর্তৃক নগরী ও জেলার অসচ্ছল মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। হতদরিদ্র কোনও পরিবার যাতে সরকারি ত্রাণ সহায়তার বাইরে না থাকে সে ব্যাপারে কঠোরভাবে তদারকি করা হবে। এ পরিস্থিতিতে কেউ যাতে অভুক্ত না থাকে সে বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।’

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের গরিব-দুঃখী মানুষের সার্বক্ষণিক খোঁজখবর রাখেন। করোনাকালে কেউ যাতে অনাহারে ও কষ্টে না থাকে তা দেখার জন্য তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত বুধবার (১৪ এপ্রিল) থেকেই সমাজের অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। কিছু দুঃস্থ মানুষের ঘরে ঘরে গিয়েও ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। আজ শুক্রবার এক হাজার অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এভাবে প্রতিদিনই আমরা গরিব-অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাবো। শুধু মহানগরী এলাকা নয়, উপজেলা পর্যায়েও এ কার্যক্রম চলমান রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সাহায্য চেয়ে আমাদের কাছে যারা টেলিফোন করছেন বা এসএমএস দিচ্ছেন তাদেরও সাহায্য দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সবাই কাজে ফিরে যাবো।’ লকডাউনে একেবারে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল, স্টাফ অফিসার টু ডি সি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?