X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তে জমে উঠেছে নীলফামারীর পশুর হাট

নীলফামারী প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১৯:৪৭আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৯:৪৭

নীলফামারীতে শেষ মুহূর্তে জমে উঠেছে আসন্ন ঈদুল আজহার পশুর হাট। স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে চলছে হাটের বেচাকেনা। ক্রেতাদের সমাগম বাড়ায় গরুর দাম কিছুটা বেড়েছে। এতে হতাশাগ্রস্ত খামারিদের মুখে কিছুটা হাসি ফুটেছে।সরেজমিন দেখা যায়, প্রখর রোদ ও বৃষ্টির মধ্যেই হাটে পশু বেচাকেনা হচ্ছে। সরগরম হয়ে উঠেছে স্থানীয় হাটগুলো।

জেলা সদরের রামনগর ইউনিয়নের বাহালী পাড়া গ্রামের ক্রেতা মাহবুল ইসলাম জানান, লকডাউন শিথিল হওয়ায় গত দুই-তিনের হাটের চেয়ে আজ (বৃহস্পতিবার) রামগঞ্জ হাটে গরুর বাজার ঊর্ধ্বমুখী। এতে ক্রেতারা খুশি না হলেও খামারি ও বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে। বুধবার হাটে যে গরুর দাম ছিল ৫৫-৬০ হাজার সেই গরু আজ ৭০-৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকেই পশুকে খাওয়ানো ও রাখার বিষয়টি ঝামেলা মনে করে শেষ দিকে গরু কিনছেন। তাই এখন ক্রেতা বেশি।’

জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই এলাকার আফিল অ্যাগ্রো ইউনিট-২-এর সুপারভাইজার আসাদুজ্জামান জানান, এই ইউনিটে এক হাজার ২০০টি গরু রয়েছে। করোনা পরিস্থিতি মানুষকে অর্থনৈতিক সংকটে ফেলেছে। গত বছর এই খামার থেকে দেড় কোটি টাকার গরু বিক্রি হয়েছিল। তিনি বলেন, ‘যারা একাই একটি পশু কোরবানি করতেন এবার তারা ভাগে কোরবানি দিচ্ছেন। প্রথম দিকে গরুর বাজার দেখে হতাশ হয়েছিলাম। শেষ মুহূর্তে এসে বাজার কিছুটা ভালো হয়েছে। তবে গত বছরের তুলনায় বিক্রি অনেক কম হচ্ছে।’

হাটে দেশি জাতের গরুর আধিক্য দেখা যায় জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে গত মঙ্গলবার মিরগঞ্জ হাটে দেখা যায়, দেশি গরুতে বাজার সয়লাব। বিক্রেতারা বড় গরুর দাম হাঁকছেন ৮০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া সর্বনিন্ম ৬০-৬৫ হাজার টাকাও মিলছে গরু। কোরবানি দাতারা বড় গরু বেশি কিনছেন।

পৌর শহরের নিউ বাবুপাড়ার মতিয়ার রহমান জানান, ১০০ কেজি ওজনের গরু কিনতে ৬০-৬৫ হাজার টাকা গুনতে হয়েছে। আজ রামগঞ্জ হাটে সেই গরুর দাম বেড়ে হয়েছে ৭৫-৮০ হাজার টাকা। দাম বেশির কারণ জানতে চাইলে তিনি বলেন, আগামী মঙ্গলবার (২১ জুলাই) ঈদের দিন নির্ধারিত হওয়ায় ক্রেতাদের জন্য আর হাট থাকছে না। তাই গরু কিনে ফেলছেন তারা। ওই এলাকার মুরগিহাটি মহল্লায় দেখা যায়, গত বছর কোরবানি দিয়েছিল ১২ পরিবার। এবার কোরবানি করবে মাত্র ছয়টি পরিবার। তাও সেটা ভাগের হাঁড়িদার।

একই এলাকার খামারি জামান মিয়া বলেন, ‘গরুর বাজার প্রথমদিকে একটু মন্দা গেছে। গত সপ্তাহে সদরের সংগলশী ইউনিয়নের ঢেলাপীরের হাটে আমার দুটি ষাঁড় দাম করেছিল এক লাখ ২০ হাজার টাকা। আজ বৃহস্পতিবার রামগঞ্জ হাটে সেই গরু বিক্রি হয়েছে এক লাখ ৮০ হাজার টাকায়।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোন্নকা আলী জানান, জেলায় কোরবানি ঈদ উপলক্ষে প্রস্তুত গরুর সংখ্যা ৭৪ হাজার ৮৮২টি। আর খামারি রয়েছেন ১৮ হাজার ৫৭৪ জন। গত বছর পশুর সংখ্যা ছিল ৫৯ হাজার। এবার চাহিদার চেয়ে অতিরিক্ত গরু রয়েছে ১৫ হাজার ৮৮২টি। কোরবানির জন্য ক্রেতারা যাতে সুস্থ সবল পশু পেতে পারেন, সেদিকে লক্ষ রেখে আগে থেকেই খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া হাটগুলোতে প্রাণিসম্পদ বিভাগের চার জনের মেডিক্যাল টিম কাজ করছে। এ ছাড়াও স্বাস্থ্যবিধি রক্ষার জন্য পুলিশ প্রশাসনও কাজ করছে। জালনোট শনাক্তের জন্য ব্যাংকের লোকজন কাজও করছেন।

/এমএএ/
সম্পর্কিত
বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জয়ের ঈদ শুভেচ্ছা
যেখানে-সেখানে পশু কোরবানি, নির্ধারিত স্থানে যায়নি কেউ
এক হাট থেকে খুলনা সিটি আয় করেছে দুই কোটি ২১ লাখ টাকা
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা