X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় ভেসে এলো আরও একটি মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭

কুয়াকাটা সমুদ্রসৈকতের তীরে পাঁচ ঘণ্টার ব্যবধানে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন মার্কেটের নিচে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি ও সৈকত রক্ষায় কাজ করা ইকোফিশ-২ প্রকল্পের সদস্যদের খবর দেন তারা।

এর আগে সকাল সাড়ে ৮টায় গঙ্গামতির তেত্রিশকানি এলাকায় একই প্রজাতির ছয় ফুট লম্বা একটি মৃত ডলফিন পাওয়া যায়। মৃত্যুর কারণ জানার জন্য সেটিকে সংরক্ষণ করা হয়েছে। তার কিছু অংশ পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য সোহেল মাহমুদ জানান, সৈকতে নামতেই মৃত ডলফিনটি স্থানীয়দের চোখে পড়ে। মনে হচ্ছে, দুপুরের জোয়ারে ডলফিনটি তীরে ভেসে এসেছে।

কুয়াকাটায় ভেসে এলো আরও একটি মৃত ডলফিন নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একজন জেলে বলেন, ‘অধিকাংশ সময় দেখা যায় ডলফিনগুলো সাগরে দলবদ্ধভাবে চলাফেরা করে। ৬৫ দিনের অবরোধের আগে কোনও একদিন আমাদের জালে পাশাপাশি দুটি ডলফিন আটকে যায়। ওদের গায়ে অনেক শক্তি, পুরো জালই মুড়িয়ে নষ্ট করার চেষ্টা করছিল। এতে আমরা তড়িঘড়ি করে জাল কেটে দেওয়ার পরে চলে গেছে। তারপরে কী হয়েছে জানি না। ডলফিন দুটি অনেক জাল ছিঁড়ে ফেলেছিল সেদিন। অধিকাংশ সময় আমাদের জাল ছিঁড়ে ডলফিনরা চলে যায়। জাল নতুন হওয়ায় ওইদিন ছিঁড়তে পারেনি।’

ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘সৈকতের গঙ্গামতি পয়েন্টে বুধবার সকালে একটি মৃত ডলফিন পাওয়া যায়। কলিজা, জিহ্বাসহ বেশ কিছু নমুনা সংগ্রহ করে সেটিকে মাটি চাপা দেওয়া হয়েছে। এখন যে ডলফিনটি পাওয়া গেছে, সেটা পচে যাওয়ার উপক্রম। তাই দ্রুত মাটি চাপা দিতে হচ্ছে।’

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘এটা নিয়ে চলতি বছর মোট ১৯টি মৃত ডলফিন সৈকতে পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।’

/এমএএ/
সম্পর্কিত
আগুনে পুড়ে মারা গেলো কৃষকের ৪ মহিষ
কুয়াকাটা সৈকতে ভেসে আসছে অসংখ্য জেলিফিশ
সাগরে মাছ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা
১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ২৭টি নিয়ে আলোচনা চলছে
১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ২৭টি নিয়ে আলোচনা চলছে
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার