X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভোটকেন্দ্রে জনতার সঙ্গে সংঘর্ষে র‌্যাব সদস্য আহত

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ১৭:৪৬আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৭:৪৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে একটি ভোটকেন্দ্রে জনতার র‌্যাবের সংঘর্ষ হয়েছে। এ সময় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, আত্মরক্ষার্থে র‌্যাব এক রাউন্ড এসএমজির গুলি ছুড়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের কাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাসিমপুর ভোট কেন্দ্রের পাশে নৌকা প্রার্থীদের সমর্থকদের ক্যাম্পেইন সেন্টার ও অস্থায়ী দোকানপাট সরাতে বলেন। সে সময় স্থানীয়দের সঙ্গে র‌্যাবের এক সদস্যর কথা কাটাকাটি হয়। র‌্যাব সদস্যরা তাদের ওই জায়গায় জটলা না বেঁধে সরে যেতে বলেন। স্থানীয়রা না সরলে একপর্যায়ে র‌্যাব লাঠিচার্জ করে। এতে ক্ষিপ্ত হয়ে মানুষ তাদের ওপর আক্রমণ করলে এক র‌্যাব সদস্য আহত হন। পরে র‌্যাব সদস্যরা গুলি ছোড়েন। এতে আতঙ্কিত হয়ে স্থানীয় জনতা পালিয়ে যান। প্রায় আধঘণ্টা ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে পুনরায় আবার ভোট গ্রহণ শুরু হয়। তবে আহত র‌্যাব সদস্যের নাম জানা যায়নি।

এদিকে খবর পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার ওই ভোট কেন্দ্র পরিদর্শন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। তিনি জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ২১ মে উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব মারা যাওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন। এ নির্বাচনে নৌকার প্রার্থী ভানুলাল রায়, জাতীয় পার্টির মিজানুর রব (লাঙ্গল) এবং আওয়ামী লীগের বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা (আনারস) ও আফজল হক (ঘোড়া) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

/এমএএ/
সম্পর্কিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা