X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

যশোর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ২০:৪৫আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০:৪৫

যশোরে স্ত্রীকে হত্যার দায়ে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ফাঁসি এবং ৫০ হাজার টাকার অর্থদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ইদ্রিস আলী জানান, বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি কারাগারে উপস্থিত ছিলেন।

দণ্ডিত মনিরুল ইসলাম যশোরের বাঘারপাড়া উপজেলা ভাতুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯২ সালে বাঘারপাড়া উপজেলার হাবুল্যা গ্রামের আব্দুর রশিদের মেয়ে তারা বেগমের সঙ্গে মনিরুল ইসলামের বিয়ে হয়। তাদের হাবিবা ও আবু হুরাইরা নামে দুটি সন্তান রয়েছে। ২০০৯ সালের পর থেকে নানা অজুহাতে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করে মনিরুল। ২০১২ সালের সেপ্টেম্বরে তারার মা সবুরা খাতুন জানতে পারেন, তার মেয়ে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। খোঁজাখুঁজি করে না পেয়ে ওই বছর ৮ অক্টোবর জামাই মনিরুলের বাড়িতে যান সবুরা। সেখানে গিয়ে তারার ছেলেমেয়েদের কাছ থেকে জানতে পারেন তাকে মনিরুল মুখে গামছা ঢুকিয়ে ও বালিশ চাপা দিয়ে উপরে দাঁড়িয়েছিল। এতে তারা মারা যায়। এরপর মরদেহ ঘরের পেছনে বাগানে নিয়ে যায়। পরে মনিরুলকে জিজ্ঞাসা করলে সে স্থানীয়দের সামনে হত্যার কথা স্বীকার করে এবং মরদেহ বাগানে মাটি চাপা দিয়েছে বলে জানায়। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে বাঘারপাড়ার থানার ওসি ঘটনাস্থলে যান এবং মনিরুলকে আটক করেন। পরে তারা বেগমের মরদেহ উত্তোলন করা হয়।

এ ঘটনায় মা সবুরা খাতুন বাদী হয়ে মনিরুল ইসলামের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে মনিরুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে বিচার শুরু হয়। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
ঘরে ঢুকে যুবককে হত্যার অভিযোগ
প্রবাসীকে হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’