X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

‘সরকারি হাসপাতাল ধনীদের জন্য নয়, খেটে-খাওয়া মানুষের জন্য’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৮:৩৩

সরকারি হাসপাতাল ধনীদের জন্য নয়, সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া। তিনি বলেছেন, ‘কোনও অজুহাতেই স্বাস্থ্যসেবা ব্যাহত করা যাবে না। স্বাস্থ্য সরঞ্জাম ও যন্ত্রপাতি নষ্ট বলে রোগীদের ফিরিয়ে দেওয়া যাবে না। যদি ক্লিনিকের (বেসরকারি) যন্ত্র ঠিক থাকতে পারে, তাহলে সরকারি হাসপাতালের সব সরঞ্জামও ঠিক থাকতে হবে।’

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব বলেন, ‘সরকার আপনাদের সব সুযোগ-সুবিধা দিচ্ছে। তাহলে মানুষ কেন আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পাবে না?’

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন ও রোগীদের খোঁজখবর নেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন- ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান, স্বাস্থ্য প্রকৌশলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান মোল্লা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।

পরিদর্শন শেষে হাসপাতাল চত্বরে উপস্থিত চিকিৎসক, নার্সসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে লোকমান হোসেন বলেন, ‘সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। বর্তমান সরকার আমাদের বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা আগের চেয়ে বৃদ্ধি করেছে। তাহলে আমরা কেন সেবার মান বাড়াবো না?’

/এফআর/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
নজরুলজয়ন্তীতে ‘উন্নত মম শির’
নজরুলজয়ন্তীতে ‘উন্নত মম শির’
‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শস্য সরবরাহে ভয়ঙ্কর ঘাটতি দেখা দেবে’
‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শস্য সরবরাহে ভয়ঙ্কর ঘাটতি দেখা দেবে’
র‌্যাব অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক রনি
র‌্যাব অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক রনি
আমিরাতে ঈদুল আজহা ৯ জুলাই?
আমিরাতে ঈদুল আজহা ৯ জুলাই?
এ বিভাগের সর্বাধিক পঠিত
ঘটনাস্থলে না থেকেও আসামি হয়ে কারাগারে ছেলে, অভিযোগ বাবার
ঘটনাস্থলে না থেকেও আসামি হয়ে কারাগারে ছেলে, অভিযোগ বাবার
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
সড়কে প্রাণ গেলো বিমান বাহিনীর সার্জেন্টের
সড়কে প্রাণ গেলো বিমান বাহিনীর সার্জেন্টের
ভাড়া নিয়ে বিতর্কে রিকশাচালকের আঘাতে পুলিশসহ আহত ৪
ভাড়া নিয়ে বিতর্কে রিকশাচালকের আঘাতে পুলিশসহ আহত ৪
ব্যাংক-পোস্ট অফিসে আসা বয়স্কদের টার্গেট করতো তারা
ব্যাংক-পোস্ট অফিসে আসা বয়স্কদের টার্গেট করতো তারা