X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ওজনে কম দেওয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ বন্ধ

মোংলা প্রতিনিধি                   
২৪ মার্চ ২০২২, ২০:৫২আপডেট : ২৪ মার্চ ২০২২, ২০:৫২

বাগেরহাটের শরণখোলায় খাদ্য বান্ধব কর্মসূচির দশ টাকা কেজির চালে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ডিলারের বিরুদ্ধে। উপকারভোগীদের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ঘটনাস্থলে গিয়ে ওজনে কম দেওয়ার প্রমাণ পেয়ে চাল বিতরণ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ১ নম্বর ধানসাগর ওয়ার্ডে।

তবে, অভিযুক্ত খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মো. মুনসুর আলী ওজনে কম দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি খাদ্যগুদাম থেকে যেভাবে এনেছি, কার্ডধারীদের সেভাবেই বিতরণ করেছি। কম দিলে গুদাম থেকেই দিয়েছে।’

উপকারভোগী মো. মাসুম বয়াতী, হানিফ মীরসহ অনেকেই জানান, ৩০০ টাকায় ৩০ কেজি চাল পাবেন তারা। কিন্তু, চাল নেওয়ার পর সন্দেহ হলে তারা পরিমাপ করে কারো বস্তায় সাড়ে তিন কেজি আবার কারো বস্তায় ২ কেজি করে কম পেয়েছেন। পরে তারা ইউএনও অফিসে অভিযোগ করেন।

তারা বলেন, ‘সরকার দরিদ্র মানুষের উপকারের জন্য ১০ টাকায় চাল খাওয়াচ্ছে। কিন্তু কিছু অসাধু ডিলারের কারণে দুর্নাম হচ্ছে। এসব দুর্নীতিবাজদের শাস্তি হওয়া উচিত।’

শরণখোলা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বিশ্বাস বলেন, ‘ডিলার মুনসুর আলী ৮ মার্চ গুদাম থেকে ৩৭৭ বস্তা চাল উত্তোলন করেছেন। তাকে ৩০ কেজি হিসাবে ১১ হাজার ৩১০ কেজি চাল বুঝিয়ে দেওয়া হয়েছে। গুদাম থেকে তাকে একটি চালও কম দেওয়া হয়নি। নিজে অপরাধ করে এখন উল্টাপাল্টা বলছেন।’

এ বিষয়ে ইউএনও মো. আজগর আলী বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও বস্তাগুলো ইনটেক পেয়েছি। যতগুলো কার্ডের চাল বিতরণ হয়েছে প্রত্যেককে ১০০ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে ডিলারকে। পরবর্তী কার্ডে ৩০ কেজি করে দেওয়ার নির্দেশ দিয়েছি। এর ব্যতিক্রম করলে তার ডিলারশিপ বাতিল করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
চাল আমদানির অনুমতি পাচ্ছে ৩০ প্রতিষ্ঠান
খাদ্য নিরাপত্তা বিষয়ে নীতিনির্ধারণী কর্মশালা
চালের বস্তায় লিখতে হবে মূল্য ও ধানের জাত
সর্বশেষ খবর
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়