X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গোয়ালঘরে আগুনে পুড়ে মরলো কৃষকের ৩ গরু

কুমিল্লা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২২, ২১:০০আপডেট : ১২ এপ্রিল ২০২২, ২১:৩৬

কুমিল্লার মুরাদনগরে এক কৃষকের বসতঘরসহ তিনটি গরু আগুনে পুড়ে মারা গেছে। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত। সোমবার (১১ এপ্রিল) দিবাগত ১টায় উপজেলার টনকী ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কৃষকের নাম নারায়ণ পাল। তিনি দুধ বিক্রি করে সংসার চালাতেন। কৃষিকাজই তার প্রধান পেশা। প্রতি বছর ঈদকে সামনে রেখে দুই-তিনটি ষাড় বড় করে থাকেন। এবারও তার একটি গাভি, একটি বড় ষাড় ও একটি বাছুর ছিল। সোমবার রাতে তার গরুগুলো আগুনে পুড়ে যায়।

নারায়ণ পালের ছেলে বিষ্ণু পাল বলেন, ‘রাত ১১টায় গোয়ালঘরে গরুকে খাবার দিয়ে কয়েল ধরিয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আগুন লেগেছে বুঝতে পেরে জেগে উঠে দেখি সব পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আমরা প্রাণে বেঁচে গেলেও গোয়ালঘরে থাকা তিনটি গরুসহ বসতঘরের আসবাবপত্র পুড়ে যায়। গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। ধারণা করা হচ্ছে, গোয়ালঘরের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

টনকী ইউনিয়নের চেয়ারম্যান তৈইবুর রহমান তুহিন বলেন, ‘খবর পেয়ে আমি রাতেই নারায়ণ পালের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি বসতঘরসহ তিনটি গরু পুড়ে মারা গেছে। এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অভিষেক দাশ বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে মঙ্গলবার বিকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিকভাবে সহায়তা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। আমরা তার পাশে থাকার আশ্বাস দিয়েছি।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া