X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন

হিলি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ১৭:০৯আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৭:০৯

দিনাজপুরের হিলিতে গত তিন দিন ধরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে কাজ করতে না পেরে বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গরমে পানিশূন্যতাসহ নানান রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আরও দু-একদিন এমন অবস্থা থাকতে পারে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস বলেন, ‘হঠাৎ গরম বেড়ে যাওয়ায় পেশাজীবী, শ্রমজীবী মানুষ, বিশেষ করে রিকশা-ভ্যানচালকদের অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। তীব্র গরমে পানিশূন্যতা কিংবা হিটস্ট্রোক হতে পারে। এ ক্ষেত্রে তাদের একটানা কাজ না করে, বিশ্রাম নিয়ে কাজ করতে হবে।’

ভ্যানচালক আব্দুল মজিদ বলেন, ‘কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। গরমের কারণে ভ্যান চালানো যাচ্ছে না। আবার অতিরিক্ত গরমের কারণে লোকজন কম বের হচ্ছেন। ফলে খুবএকটা যাত্রী পাওয়া যাচ্ছে না। এতে আমাদের আয়-রোজগার কমে গেছে।’

কর্মকার কামার কৃষ্ণ বলেন, ‘আগুনের কাজ করি। এই গরমের মধ্যে কীভাবে কাজ করবো, আর কীভাবে চলবো বুঝতে পারছি না। ঠিকমতো কাজ করতে না পেরে সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে।’

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘রংপুর বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে দাবদাহ বয়ে যাচ্ছে। গতকাল দিনাজপুর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে। আরও দু-এক ডিগ্রি বাড়বে। এমন অবস্থা আর দু-একদিন থাকবে। এরপর হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কমে আসবে।’

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ