X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বারবার জ্ঞান হারাচ্ছেন ফায়ার ফাইটার ফরিদের মা-বাবা

রংপুর প্রতিনিধি
০৬ জুন ২০২২, ১২:৫৪আপডেট : ০৬ জুন ২০২২, ১২:৫৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার বিস্ফোরণের ঘটনায় আগুন নেভাতে গিয়ে নিখোঁজ ফায়ার ফাইটার ফরিদুজ্জামান ফরিদের সন্ধান মেলেনি ৩৬ ঘণ্টা পরেও। একমাত্র ছেলে নিখোঁজের খবরে ফরিদের বাবা সাইফুল ইসলাম, মা ফুলমতি বেগম বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। তাদের ডাক্তারের পরামর্শে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তাদের আকুতি, বুকফাটা আর্তনাদে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।

ফরিদের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে। পরিবারে দুই ভাইবোনের মধ্যে ফরিদ বড়। ছোট বোন সাবিহা আক্তার স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে।

ফরিদের চাচা তোতা মিয়া জানান, ছোটবেলা থেকে মেধাবী ও শান্তশিষ্ট ছিলেন ফরিদ। বাবা সাইফুল ইসলাম ভ্যান চালিয়ে অনেক কষ্ট করে একমাত্র ছেলেকে লেখাপড়া করিয়েছেন। দু বছর আগে ফরিদ ফায়ার সার্ভিসে যোগ দেন। ছেলে চাকরি করলেও তার বাবা ভ্যান চালানো বন্ধ করেননি। ইচ্ছে ছিল, ছেলে আরও একটু স্বাবলম্বী হলে ভ্যান চালানো বন্ধ করে দেবেন।

সাইফুল ইসলাম জানান, ৪ জুন সন্ধ্যায় মোবাইল ফোনে ছেলের সঙ্গে শেষ কথা হয়েছে তার। ফরিদ তাকে বলেছেন, এবার কোরবানি ঈদ বাবা-মায়ের সঙ্গে করতে বাড়ি আসবেন। একটি খাসি কোরবানি দেওয়ার ইচ্ছার কথাও জানান। কিন্তু  শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ডে ভয়াবহ আগুনের ঘটনার পর থেকে তার সন্ধান মিলছে না।

চট্টগ্রামের কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রংপুর ফায়ার সার্ভিসে যোগাযোগ করে জানা গেছে, এ ঘটনায় নয় জন ফায়ার ফাইটারের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন চার জন, তাদের মধ্যে ফরিদও আছেন।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানিয়েছেন, সীতাকুণ্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন ফাইটার ফরিদুজ্জামান ফরিদ। শনিবার অগ্নিকাণ্ডের পরপরই তিনি আগুন নেভাতে ঘটনাস্থলে গেছেন। এরপর থেকে তার সন্ধান মিলছে না। ফায়ার সার্ভিস তার অনুসন্ধান অব্যাহত রেখেছে। রংপুর থেকে তারাও খোঁজ খবর রাখছেন বলে জানান।

/এমএএ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
যশোরে সুতার গোডাউনে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
আগুনে বিলীন ২৫০ মাদ্রাসাশিক্ষার্থীর পাঠকেন্দ্র
হাজারীবাগ বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট