X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কুয়াকাটা থেকে ফিরোজের চেন্নাই যাওয়ার বিষয়টি অস্পষ্ট: পুলিশ

পটুয়াখালী প্রতিনিধি
০৮ জুন ২০২২, ১২:৪৯আপডেট : ০৮ জুন ২০২২, ১২:৪৯

পটুয়াখালী কুয়াকাটায় নিখোঁজ ব্যবসায়ী ফিরোজ শিকদার ১০ দিন পর মঙ্গলবার ভোর রাতে মহিপুর থানায় উপস্থিত হয়েছেন। কুয়াকাটা থেকে কলাগাছ ধরে ভেসে চেন্নাই যাওয়া নিয়ে ফিরোজের কথায় গরমিল পাওয়া গেছে। এ কারণে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকালে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

গত ৪ জুন ফিরোজের নিখোঁজের কথা জানিয়ে তার বড় ভাই মাসুম শিকদার বলেছিলেন, ‘গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে নামার পর থেকে ফিরোজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে আমাকে ফোন করে জানায়, সৈকতে নামার পর স্রোতের তোড়ে গভীর সমুদ্রে ভেসে যায়। কিছুক্ষণ পরে একটি কলাগাছ দেখতে পেয়ে সেটিকে আঁকড়ে ধরে। কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাইয়ে নিয়ে যায়। বর্তমানে সে চেন্নাই প্রশাসনের হেফাজতে রয়েছে।’

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ব্যবসায়ী ফিরোজের কুয়াকাটা থেকে চেন্নাই যাওয়ার বিষয়টি অস্পষ্ট। এ ছাড়া তার কর্তাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় পরবর্তী পদক্ষেপের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

গলাচিপা থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ফিরোজ নিখোঁজ হওয়ার একদিন পর অর্থাৎ গত ২৯ মে জমিজমা নিয়ে বিরোধের ফয়সালার জন্য একটি চূড়ান্ত সালিশি বৈঠক হওয়ার কথা ছিল। হয়তো এ বিষয়টিও ফিরোজ নিখোঁজ হওয়ার সঙ্গে যুক্ত থাকতে পারে।

এ বিষয়ে কুয়াকাটার আন্দারমানিক টুরিজম ব্যবসায়ী কেএম বাচ্চু বলেন, ‘ওই ছেলেকে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে একাধিক স্পিডবোট, ট্রলার নিয়ে টুরিস্ট পুলিশ, স্থানীয় টুরিজম ব্যবসায়ীরা সাগরের অনেক দূর এলাকা পর্যন্ত খোঁজাখুঁজি করেছেন। যদি ফিরোজ সাগরের মধ্যে ওই সময়ের মধ্যে হাত উঁচু করতো তা সৈকতের পাড়ে দাঁড়ানো কয়েকশ’ পর্যটকের কারও না কারও চোখে পড়তো। অতএব তার কথার কোনও মানে নেই।’

ফিরোজের পাসপোর্ট ছিল কিনা জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ওসি বিএম কামাল হোসেন বলেন, ‘ইমিগ্রেশন থেকে আমাদের কাছে ফিরোজ শিকদারকে পাঠানো হয়েছে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য। সেই অনুযায়ী আমরা তাকে হস্তান্তর করেছি। তার কাগজপত্র বা পাসপোর্ট ছিল কিনা সেটি দেখার বিষয় ইমিগ্রেশন পুলিশের, আমাদের না। ইমিগ্রেশন পুলিশই ভালো বলতে পারবে কীভাবে ফিরোজ ভারত থেকে বাংলাদেশে এসেছে।’

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন ইনচার্জ ইন্সপেক্টর মো. ইলিয়াস বলেন, ‘একটা লোক পানিতে কলাগাছ ধরে ভেসে গেছেন। পাসপোর্ট পাবেন কোথায়? তা ছাড়া তিনি কীভাবে সীমান্তের ওপার থেকে এপারে এসেছেন সেটি ফিরোজের কাছ থেকে জেনে নিন। তিনিই ভালো বলতে পারবেন। ইমিগ্রেশনে তাকে আটকানোর পর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তিনি বলেছেন, ওপারের একটা লোক তাকে দিয়ে গেছে। এখন কোন লোক কীভাবে তাকে দিয়ে গেছে সেটি ফিরোজই বলতে পারবেন। আমার দায়িত্ব ছিল তাকে পোর্ট থানায় পাঠানো, আমি পাঠিয়ে দিয়েছি।’

আরও খবর: ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি সৈকতে নিখোঁজ পর্যটকের

                কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া