X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
২১ জুন ২০২২, ১০:০০আপডেট : ২১ জুন ২০২২, ১০:০০

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় জাকির হোসেন (২২) নামে এক যুবককে হত্যার দায়ে বাদশা শেখ (৫০) ও কাইউম শেখ (৪৫) নামে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। সোমবার জেলা দায়রা জজ আদালতের বিচারক মুহা. মুহিদুজ্জামান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত দুই ভাই ওই উপজেলার সোহাগদল গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের নথি সূত্রে জানা যায়, স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামের আব্দুর রশিদের বাড়ির সীমানা নিয়ে  তার চাচাতো ভাই বাদশা শেখের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। ২০১২ সালের ৩০ অক্টোবর বিকালে স্থানীয় কামালের চায়ের দোকানে বসে বিরোধের জমি নিয়ে সালিশ হয়। সালিশ চলাকালে আব্দুর রশিদের ছেলে জাকির হোসেনের সঙ্গে আসামিদের ঝগড়া হয়। সে সময় আসামিরা আব্দুর রশিদ ও তার তিন ছেলে জাকির হোসেন, মো. সুমন ও মামুন হোসেনকে মারপিট করেন। এতে লাঠির আঘাতে জাকির হোসেন মারাত্মক আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। পরদিন ৩১ অক্টোবর জাকির হোসেনেকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর দুপুরে তিনি মারা যান।

২ নভেম্বর নিহত জাকির হোসেনের বাবা আব্দুর রশিদ মিয়া বাদী হয়ে বাদশা শেখকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১৪ সালের ৩১ অক্টোবর মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ড দেন।

/এমএএ/
সম্পর্কিত
বিষ প্রয়োগে স্বামীকে হত্যার ১৮ বছর পর স্ত্রীর যাবজ্জীবন
ফেনসিডিলসহ গ্রেফতার ব্যক্তির যাবজ্জীবন
জমিসংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা: ৬ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সন্ধ্যা নামিল শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিল শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা