X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোরবানির পশুতে পূর্ণ চাঁদপুরের হাট

চাঁদপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ১৫:৫৪আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৫:৫৪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার আটটি উপজেলার স্থায়ী-অস্থায়ী দেড়শ’র বেশি হাটে গরু ও অন্যান্য পশু বেচাকেনা হচ্ছে।

ক্রেতারা বলছেন, এবার গরুর দাম কিছুটা বেশি হাঁকছেন বিক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, গোখাদ্যের দামসহ প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় এবার দাম বেশি চাইতে হচ্ছে। তা না হলে লোকসানে পড়বেন খামারিরা।

জেলা প্রাণিসম্পদ অফিস জানায়, এ বছর কোরবানির জন্য চাঁদপুর জেলায় ৭০ হাজারের বেশি পশুর চাহিদা রয়েছে। স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা পশু দিয়েই এ চাহিদা মিটবে।

বাজার ঘুরে দেখা গেছে, সকাল থেকে নদীপথে ট্রলারে এবং সড়কপথে বিভিন্ন প্রান্ত থেকে গরু আসছে। দুপুরের পরই কোরবানির পশু দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাট। হাটে বড়, মাঝারি ও ছোট সাইজের বিপুল সংখ্যক গরু উঠলেও দাম চড়া থাকায় অনেক ক্রেতা ফিরে এসেছেন। কোরবানির পশু কিনতে ঘুরছেন একাধিক পশুর হাটে।

হাইমচরের আলগী বাজার পশু হাটে গরু বিক্রি করতে আসা আবদুল গাজী বলেন, ‘সকালে তিনটা গরু এনেছি বেচতে। ক্রেতারা যে দাম বলে তাতে তো মাথায় হাত পড়ে যাওয়ার অবস্থা। বাজারে দাম কম থাকায় এখনও গরু বিক্রি করতে পারিনি। দেখি সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয় কিনা।’

কোরবানির পশু কিনতে আসা জাহিদ হোসেন বলেন, ‘যেহেতু সময় আছে তাই এখনই কোরবানির জন্য গরু কিনছি না। হাতে তিন-চার দিন সময় আছে। ভাবছি, কোরবানির আগের দিন গরু কিনবো।’

ক্রেতা জলিল সরদার বলেন, ‘গরু কিনতে এসে পুরো হাট ঘুরে দেখলাম। গেলো বছরগুলোর তুলনায় প্রতিটি গরুই ১০ থেকে ১৫ হাজার টাকা কম মনে হচ্ছে।’

আলগী বাজার পশু হাটের ইজারাদার ও হাটের ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম সাজ্জাদ হোসেন রনি বলেন, ‘বাজারে অনেক গরু উঠেছে। ক্রেতাদেরও উপচেপড়া ভিড় আছে। অল্প হলেও বেচাকেনা শুরু হয়েছে।’

হাইমচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা বলেন, ‘উপজেলা প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক উপজেলার প্রতিটি হাট-বাজারের জন্য মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। কোরবানির জন্য কেনা গরু, ছাগল, ভেড়া ও মহিষ কোনও রোগে আক্রান্ত হয়েছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করছেন তারা। আক্রান্ত পশু পাওয়া গেলে আমরা সেগুলোকে হাট কর্তৃপক্ষের মাধ্যমে বাজার থেকে সরিয়ে দিচ্ছি। একই সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করছি।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বখতিয়ার উদ্দিন বলেন, ‘অন্য কাজ থাকার কারণে আমি বাজার পরিদর্শন করতে পারিনি। তবে আমাদের লোকজন কাজ করছে।’

/এমএএ/
সম্পর্কিত
বৃষ্টির কারণে ভোগান্তি পশুর হাটে (ফটো স্টোরি)
কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ পায়নি র‌্যাব
বৃষ্টি উপেক্ষা করেই জমে উঠেছে বেচাকেনা
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী