X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সেপটিক ট্যাংকে নেমে নির্মাণশ্রমিকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ১৮:২০আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৮:২০

ফরিদপুরের বোয়ালমারীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিল্লাল শেখ (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন। রবিবার (১৭ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সাতৈর মাছবাজার সংলগ্ন গনেশ সাহার নির্মাণাধীন মার্কেট ভবনে এ ঘটনা ঘটে।

এলাকা ও থানা সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন তিন নির্মাণশ্রমিক। ভবনটির সেপটিক ট্যাংক দীর্ঘদিন বন্ধ অবস্থায় থাকায় পানি এবং ময়লা-আবর্জনায় পরিপূর্ণ থাকায় ট্যাংকে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়।

তিন শ্রমিক ট্যাংকটি পরিষ্কার করতে নামেন। জমে থাকা বিষাক্ত গ্যাসে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের লোকমান শেখের ছেলে বিল্লাল ট্যাংকের ভেতরেই মারা যান। অপর দুই শ্রমিক বিষাক্ত গ্যাসের উপস্থিতি টের পেয়ে দ্রুত ট্যাংক থেকে বেরিয়ে আসেন। তাদের পরিচয় প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভেতর থেকে বিল্লালের লাশ উদ্ধার করেন। পরে লাশ পুলিশ থানায় নিয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভবনের পাশের এক ব্যক্তি বলেন, ‘এ ভবনের ট্যাংকের মুখ ছোট হওয়ায় ভেতরে গিয়ে ওই শ্রমিক আর উঠতে পারেননি।’

ভবন মালিক গনেশ সাহা বলেন, ‘প্রতিদিন রাজমিস্ত্রিরা কাজে আসেন। আজও কাজে আসার পর জানতে পারি, ট্যাংকের মধ্যে থেকে বিল্লাল নামে একজনকে ফায়ার সার্ভিস মৃত অবস্থায় উদ্ধার করে। আমি কন্ট্রাক্ট দিয়েছি কাজটি, কন্ট্রাক্টর ভালো বলতে পারবেন।’ 

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার জানান, সেপটিক ট্যাংকটি দীর্ঘদিন পরিত্যক্ত এবং বৃষ্টির পানিতে পরিপূর্ণ ছিল। ময়লা-আবর্জনা পচে ট্যাংকে বিষাক্ত গ্যাস জমেছিল। ট্যাংক পরিষ্কার করতে গেলে গ্যাসের কারণে ওই মিস্ত্রির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা