X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে পাচারের সময় ৪১ কেজি সোনা জব্দ

বেনাপোল প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ১৯:০৮আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৯:০৮

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪১ কেজি ৪৯০ গ্রাম সোনা জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে ভারতের ১৫৮ বিএসএফের টহল দলের সদস্যরা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ থানার ঘোনার মাঠ এলাকায় অভিযান চালিয়ে এই সোনা জব্দ করেন।

পাচারকারীরা বিএসএফের উপস্থিতি টের পেয়ে নৌকা রেখে ইছামতী নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আনোয়ার হোসেন জানান, এই সোনা আটকের বিষয়টি তারা জানতে পেরেছেন।

সীমান্তের একটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিএসএফের ঘোনারমাঠ আউটপোস্টের ১৫৮ নম্বর ব্যাটালিয়নের কাছে ওই এলাকা দিয়ে সোনা পাচারের খবর আসে। ঘোনারমাঠ গ্রামের কাছে ইছামতী নদীর ধারে আন্তর্জাতিক সীমান্তে তল্লাশি শুরু করেন জওয়ানরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আট জনের সন্দেহভাজন একটি দলকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ইছামতী নদীতে একটি কাঠের নৌকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখেন জওয়ানেরা। তাদের ধরার চেষ্টা করা হলে তারা জিনিসপত্র ফেলে রেখে নদীতে ঝাঁপ দেয়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগ পায় বিএসএফ। তার মধ্যে ছিল ৩২১টি সোনার বিস্কুট, চারটি সোনার বার এবং একটি সোনার মুদ্রা। জব্দ করা হয় কাঠের নৌকাটি। এ ছাড়া উদ্ধার হয়েছে চারটি মোবাইল ফোন ও প্যাকিং সামগ্রী। সাম্প্রতিক সময়ে সোনা পাচারের ঘটনায় এটিই সবচেয়ে বড় চালান আটক। পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিএসএফ।

এ ব্যাপারে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) বলেন, ‘আপনারা যেমন শুনেছেন, আমরাও সেভাবে শুনেছি। সোনা আটকের খবরটি যেহেতু ভারতীয় বিএসএফের কাছে ছিল, তাই তারা আটক করেছে। তবে আনুষ্ঠানিকভাবে বিএসএফ বিষয়টি আমাদের জানায়নি। এ জন্য অফিসিয়ালি আমাদের কোনও বক্তব্য নেই।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরু অথবা মাংস আমদানির বিকল্প কী?
গরু অথবা মাংস আমদানির বিকল্প কী?
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট