X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৫০ ভাগ ভোজ্যতেল দেশেই উৎপাদিত হবে: কৃষিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ১৫:৫১আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৫:৫১

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আগামী তিন বছরের মধ্যে দেশে ৪০ থেকে ৫০ ভাগ ভোজ্যতেল উৎপাদন করা হবে। এ জন্য সরিষা, সয়াবিন ও সূর্যমুখীকে প্রাধান্য দেওয়ার কর্মপরিকল্পনা করা হয়েছে। আর তা বাস্তবায়ন করা হলে দেশে ৫০ ভাগ ভোজ্যতেলের চাহিদা স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে।’

বুধবার (৩ জুলাই) দুপুরে বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বিদ্যমান শস্যবিন্যাসে তেল-ফসলের অন্তর্ভুক্তি এবং ধান-ফসলের অধিক ফলনশীল জাতগুলোর উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় কৃষিমন্ত্রী এ কথা বলেন। 

ভোজ্যতেল উৎপাদন প্রসঙ্গে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এ বিষয়ে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। এ জন্য অর্থ বরাদ্দও হয়েছে। কর্মপরিকল্পনা ঠিক থাকলে আগামীতে বরিশাল ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল শস্য ভান্ডার আগের গৌরব ফিরিয়ে এনে বিভিন্ন ফসল দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করতে পারবে।’

সারের দাম বাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারের আমলে যে সারের কেজি ছিল ৬০ টাকা, তা কমিয়ে প্রধানমন্ত্রী ১৬ টাকা করেছেন। এরপরও আন্তর্জাতিক বাজারে সারের দাম কমলে সরকার তা বিবেচনায় আনবে।’

তিনি বলেন, ‘বিএনপি চাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক যে সংকট সৃষ্টি হয়েছে, সেই ঘোলা পানিতে রাজনৈতিক লাভ খুঁজতে। তারা যদি মনে করে, দেশের মানুষ খবর রাখে না, তাহলে ভুল করবে। বিএনপির দুঃশাসন ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল, দেশে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল। দেশের মানুষ তা জানে।’

কৃষি সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এতে আরও ছিলেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান এবং জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ কৃষি অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় গবেষণা বাড়ানো হবে: কৃষিমন্ত্রী
‘খাদ্য উৎপাদন আরও বাড়িয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারেন কৃষকরা’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী