X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভাড়া আদায়ে নৈরাজ্য

কক্সবাজার প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ১৬:১১আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৬:১৮

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে নৌযানের যাত্রীদের ভাড়া আদায়ের ক্ষেত্রে কক্সবাজারে নৈরাজ্য শুরু হয়েছে। শনিবার সকাল থেকে কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে স্পিড বোট ভাড়া যাত্রী প্রতি ৫৫ টাকা করে অতিরিক্ত আদায় শুরু করেছে। এ নিয়ে যাত্রীদের সাথে কয়েকটি অঘটন ঘটনা ঘটেছে। অথচ ডিজেল দাম লিটার প্রতি বেড়েছে ৩৪ টা।

কিসলু টুটুল নামের এক যাত্রী জানান, শনিবার সকালে কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার সময় তার কাছে ভাড়া দাবি করা হয় ১৪০ টাকা। অথচ আগে ভাড়া ছিল ৮৫ টাকা। ৫৫ টাকা অতিরিক্ত আদায়ের ব্যাপারে কোনও কথা বলতে রাজি না বোট চালকরা।

তিনি বলেন, ‘বোটের চালককে বলা হয়, কেন এত টাকা বেশি নিচ্ছেন? কে এই সিদ্ধান্ত দিয়েছে? ডিজেলের দাম তো বেড়েছে মাত্র ৩৪ টাকা লিটার। জবাবে বোটচালক বলে, গেলে যাবেন, না গেলে যাবেন না। কৈফিয়ত দিতে পারবো না।’

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামাল জানান, ৫৫ টাকা অতিরিক্ত ভাড়া আদায় অস্বাভাবিক। কক্সবাজার থেকে মহেশখালী স্পিডবোটে যাতায়াতের ক্ষেত্রে ডিজেল খরচ হয় সর্বোচ্চ পাঁচ লিটার। তেলের দাম ৩৪ টাকা বাড়লে অতিরিক্ত খরচ বাড়ে ১৭০ টাকা। একটি বোটে যাত্রী নেওয়া হয় ১১ জন। যাত্রীপ্রতি ৫৫ টাকা অতিরিক্ত নিলে আদায় হবে ৬০৫ টাকা। ডিজেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া ২০ টাকা বাড়িয়ে সর্বোচ্চ ১০৫ টাকা করা যেতে পারে।’

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানান, বিশ্ব বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সরকার তেলের মূল্যের নতুন প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এজন্য মহেশখালী রুটে চলাচলরত স্পিডবোটের ভাড়া আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনপ্রতি ১১৫ টাকা এবং ডেনিস/কাঠের বোটের ভাড়া জনপ্রতি ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএএ/
সম্পর্কিত
অবরোধে সারাদেশে চলবে পণ্য ও যাত্রী পরিবহন
খনন করা ১২ নৌপথের অর্ধেকই পরিত্যক্ত: প্রতিবেদন
নাবিকরা আমাদের নৌ-বাণিজ্যের প্রাণ: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়