X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আজ ইস্টার্ন রিফাইনারির ল্যাবে যাবে রাশিয়ার তেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৬

রাশিয়া থেকে আনা ৫০ লিটার অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) যাবে। তার আগে এ নমুনা তেল যাবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে। সেখান থেকে পাঠানো হবে ইস্টার্ন রিফাইনারিতে। বৃহস্পতিবার সকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেঝজনেফ জেএসসি তাদের অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা হিসেবে ৫০ লিটার তেল ঢাকায় পাঠায়। গত ২৪ আগস্ট এসব অপরিশোধিত তেলের নমুনা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা) খালিদ আহমেদ বলেন, ‘রাশিয়া থেকে আনা ৫০ লিটার তেলের নমুনা এখনও বিপিসিতে পৌঁছেনি। তবে আমদানিকারকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আজ  পৌঁছার কথা। বিপিসিতে আসামাত্রই এ তেল পরীক্ষার জন্য ইস্টার্ন রিফাইনারির ল্যাবে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান বলেন, ‘তেলের নমুনা এখন পর্যন্ত ইস্টার্ন রিফাইনারিতে আসেনি। তবে তেলের আমদানিকারকরা আমাদের সঙ্গেও যোগাযোগ করেছেন। তারা আজ নমুনা পাঠাতে পারবেন বলে আমাদের জানিয়েছেন। নমুনা পেলে আমরা কাজ শুরু করবো।’

এ বিষয়ে বিপিসির পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা আছে, যেখান থেকে তেল কম দামে পাওয়া যাবে সেখান থেকে যাতে আমদানির চেষ্টা করা হয়। রাশিয়ায় তেল আছে। তারা কম দামে আমাদের জ্বালানি তেল দিতে ইচ্ছুক। এ কারণে প্রাথমিকভাবে নমুনা হিসেবে ৫০ লিটার তেল আনা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে এ তেল কতটুকু আমদানিযোগ্য। যদি পরীক্ষায় সন্তোষজনক রিপোর্ট আসে তাহলে পরবর্তী ধাপে যাওয়া যাবে।’

 

/এসএনএস/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা