X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যুবদলকর্মী নিহতের ঘটনায় রিজভীর মামলার আবেদন খারিজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৬

সংঘর্ষের সময় যুবদলকর্মী শাওন প্রধানের নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।

রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালত আবেদনটি খারিজ করে দেন। মামলার আবেদনে পুলিশের ৪২ কর্মকর্তা-সদস্য ও আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানসহ ৪২ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে আসামি করে মামলার আবেদন করেন রুহুল কবির রিজভী। পরে তার আবেদন খারিজ করে দেন আদালত।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘পুলিশের বিরুদ্ধে করা মামলা আবেদন ২০৩ ধারায় খারিজ করেছেন আদালত।’

বাদীপক্ষের আইনজীবী এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, ‘১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় যুবদল কর্মী শাওন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি এবং এসআইসহ ৪২ পুলিশকে আসামি করে মামলার আবেদন করেন রুহুল কবির রিজভী। বিকালে মামলাটি খারিজ করে দেন আদালত।’

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ শহরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের এ সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় কয়েকজন পুলিশ সদস্য আহত এবং গুলিবিদ্ধ হয়ে শাওন নামে এক যুবদলকর্মী নিহত হন। এ ছাড়া বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় নিহত শাওনের ভাই মিলন প্রধান বাদী হয়ে হত্যা মামলা করেন।

পাশাপাশি সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ৭১ জন নামীয় নেতাকর্মীসহ অজ্ঞাত পাঁচ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

/এমএএ/এএম/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
শাসন করতে গিয়ে ছুরির আঘাতে মেয়ের মৃত্যু, গ্রেফতার বাবা
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক