X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভুল চিকিৎসায় কিশোরের মৃত্যুর অভিযোগ

সাভার প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৫

ঢাকার সাভারে ভুল চিকিৎসায় তাপস মণ্ডল নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে সাভারের তালবাগ এলাকার সেন্ট্রাল হাসপাতালে এই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত তাপস গাজীপুরের কালিয়াকৈর এলাকার শশা মণ্ডলের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃত শিক্ষার্থীর পরিবার জানায়, শুক্রবার বিকালে ফুটবল খেলতে গিয়ে হাতের হাড় ভেঙে যায় তাপসের। পরে স্থানীয় দালাল আবুলের মাধ্যমে সাভারের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রাতে অপারেশন করার উদ্দেশ্যে তাকে অচেতন করার জন্য ইনজেকশন দেওয়া হয়। এর দুই ঘণ্টা পার হয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি। পরে শারীরিক অবস্থার অবনতির কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রেফার করে পাশের সুপার হাসপাতালে আইসিইউতে ভর্তির জন্য বলে। সেখানেই মারা যায় ওই স্কুল শিক্ষার্থী।

মৃতের বাবা শশী মণ্ডল অভিযোগ করে বলেন, ‘ছেলে মারা যাওয়ার পর সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। হাতের হাড় ভেঙে যাওয়ার ঘটনায় কীভাবে আমার ছেলে মারা গেলো? হাসপাতালের ভুল চিকিৎসার কারণেই সে মারা গেছে।’ এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

সেন্ট্রাল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. অহিদ জানান, ঘটনার সময় তিনি হাসপাতালে ছিলেন না। ওই রোগীকে পাশের হাসপাতালে রেফার করা হয়েছিল। সে কীভাবে মারা গেছে বিষয়টি তার জানা নেই। তবে রোগীকে অচেতন করার জন্য ইনজেকশন পুশ করেছিলেন ডা. কামরুজ্জামান বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে হাসপাতালের মালিক ডাক্তার তাহেরের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেনি।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, ‘এ ঘটনায় কোনও অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা