X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভিটামিন ‘এ’ না থাকায় তেল কোম্পানির এমডির ১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ সেপ্টেম্বর ২০২২, ২১:১৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ২১:১৩

ভিটামিন ‘এ’ বিহীন ভোজ্যতেল বাজারজাত করার অভিযোগে নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমদকে এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এ রায় দেন।

একই রায়ে দণ্ডিত জহির আহমদকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ মাস কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

বিএসটিআইয়ের আইনজীবী আশরাফ খন্দকার রনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নুরজাহান গ্রুপের এমডি জহির আহমদের বিরুদ্ধে ২০১৯ সালের ২০ অক্টোবর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিদর্শক রাজীব দাশ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর থেকে জহির আহমদ আদালতে উপস্থিত হননি।’

মামলার এজাহারে বলা হয়, জহির আহমদ মেসার্স জাসমির সুপার অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটির কারখানা থেকে সার্ভিল্যান্সের মাধ্যমে সংগ্রহ করা ফর্টিফাইড পাম অলিনের নমুনা পরীক্ষায় ‘ভিটামিন-এ’ অকৃতকার্য হয়। যা বিএসটিআই আইন ২০১৮-এর ১৫ ও ২১ ধারার পরিপন্থি এবং ২৭ ও ২৯ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ আইন ২০১৩-এর ৪ (১) ও ৪ (২) ধারার পরিপন্থি; যা ওই আইনের ১৬(১) ও ১৬(২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জহির আহমদ সরকারি আইনকে অবজ্ঞা করে সঠিক মাত্রায় ভিটামিন ‘এ’ সংযোজন না করে ফর্টিফাইড পাম অলিন পণ্যটি বিক্রি-বিতরণ ও বাজারজাত অব্যাহত রেখেছে।

 

/এমএএ/
সম্পর্কিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে আটকমাদকের মূলহোতাকে বাঁচাতে ‘টাকার বিনিময়ে’ বসলো ভ্রাম্যমাণ আদালত
জাপার সাবেক এমপি কাদের খানের ৪ বছরের কারাদণ্ড
ভুয়া কাগজপত্র দিয়ে ৭ কোটি টাকা আত্মসাৎ করলেন ইসলামী ব্যাংক কর্মকর্তা
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন