X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তুলির আঁচড়ে ফুটে উঠছে দেবীর অবয়ব

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:২৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৪

বেশির ভাগ মণ্ডপে প্রতিমা তৈরিতে মাটি ও রঙের কাজ শেষ করে এনেছেন শিল্পীরা। কোথাও কোথাও সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। তুলির আঁচড়ে ফুটে উঠছে দুর্গতিনাশিনী দুর্গার অবয়ব। দুর্গার সঙ্গে স্থান পাচ্ছে লক্ষ্মী, কার্তিক ও গণেশের মূর্তিও। সব মিলিয়ে চারিদিকে সাজ সাজ রব।

আগামী ১ অক্টোবর শনিবার মহাষষ্ঠী পূজার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হবে। এ উপলক্ষে সারা দেশের মতো কিশোরগঞ্জেও মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা নির্মাণের কাজ। সেখানে প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। প্রতিমা শিল্পীরা তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবীর অবয়ব। অন্যদিকে, উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। এবার জেলার ১৩টি উপজেলায় ৪৩৫টি মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

তবে গত দু বছর করোনার কারণে কমে গেছে প্রতিমা শিল্পীদের কাজ। আয়-রোজগারও কমে গেছে তাদের। প্রতিমা তৈরি পেশা হলেও আগের মতো আর্থিকভাবে লাভবান হতে পারছেন না তারা।

প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা প্রতিমা শিল্পী শ্যামল পাল এবার কয়েকটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ করছেন। তিনি বলেন, ‘করোনা রোগটি আসার পর থেকে কাজ অনেকটা কমে গেছে। তা ছাড়া জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আগের মতন আর লাভ পাওয়া যাচ্ছে না। যে পেশাকে ঘিরে আমাদের জীবন-জীবিকা এখন সে পেশাটিই হুমকির মুখে। এভাবে কাজ করা খুব মুশকিল হয়ে পড়েছে। তাই সরকারের কাছে আমাদের বিষয়টি ভাববার অনুরোধ জানাচ্ছি।’

আরেক প্রতিমা শিল্পী নিরঞ্জন পাল। প্রতিমা তৈরির নিখুঁত হাত তার। তার হাতের ছোঁয়ার প্রতিমার অবয়বগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। তিনি বলেন, ‘যতই দিন যাচ্ছে ততই আমরা প্রতিমা কারিগররা খুব অভাব অনটনের পথে হাঁটছি। বিশেষ করে, প্রতিমা তৈরিতে যেসব জিনিসপত্র ব্যবহার করতে হয়, তার দাম বেড়ে যাওয়ায় আমাদের লাভের অংকটা কম হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে হয়তো অনেকেই এ পেশা ছেড়ে দেবেন।’

গত বছর জেলায় ৪০৭টি মণ্ডপে পূজা হয়েছিল, এবার তা বেড়ে ৪৩৫টি হয়েছে। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উৎসবের প্রস্তুতি চলছে। জেলা প্রশাসন ও পুলিশ দুর্গোৎসব সফল করতে দফায় দফায় বৈঠক করছেন আয়োজকদের সঙ্গে। প্রতিমা তৈরির পাশাপাশি চলছে মণ্ডপসহ মন্দিরের শোভা বর্ধনের কাজ। তাদের আশা, দেবী দুর্গার আর্শীবাদে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে দেশ।

পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ বলেন, ‘দুর্গাপূজায়  নতুন কাপড় ও প্রসাদ বিতরণ, আরতি, জমকালো অনুষ্ঠানসহ পূজার ধর্মীয় পর্বগুলোর কোনও ঘাটতি থাকবে না। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ভক্তদের সেবায় নিয়োজিত থাকবো। তা ছাড়া যেহেতু এটি একটি সার্বজনীন পুজো, তাই সেদিকটা গুরুত্ব দিয়ে নিরাপত্তার প্রতি জোর দেওয়া হচ্ছে বেশি।’ প্রতি বছরের মতো এবারও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের আশাবাদ জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘প্রতিবারের মতন এবারও শারদীয় দুর্গোপূজা উপলক্ষে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা প্রতিটি পূজা মণ্ডপের আয়োজকদের সঙ্গে কথা বলছি। মন্ডপে পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থার লোকজনের পাশাপাশি পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি প্রতিবারের মতো এ বছরও সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ সজীব ওয়াজেদ জয়ের
শুভেচ্ছা জানাতে পূজামণ্ডপে সাইফুদ্দীন মাইজভাণ্ডারী
চোখের জলে মা দুর্গাকে বিদায় (ফটো স্টোরি)
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ