X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পৌর মেয়র জাহাঙ্গীর কারাগারে

বগুড়া প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ১৭:৫৭আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৭:৫৭

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিএনপির সমর্থিত মেয়র জাহাঙ্গীর আলমকে জেলহাজতে পাঠানো হয়েছে। পাবলিক পরীক্ষা আইনে ছয় মাসের সাজা বহাল হওয়ায় তিনি মঙ্গলবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জা শায়লা বেগমের আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বগুড়ার কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী এ তথ্য দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৬ সালের ২ মে দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্থানীয় থানায় পাবলিক পরীক্ষা আইনে মামলা হয়। দুপচাঁচিয়া পাইলট হাইস্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ওসমান আলী ফকির এ মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই আবদুর রশিদ তার (জাহাঙ্গীর) বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বগুড়ার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি জাহাঙ্গীরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ আদেশের অসম্মতিতে জাহাঙ্গীর আলম উচ্চ আদালতে আপিল (নং-৫৩/০৫) করেন। এরপর আদালত তার সাজা স্থগিত করেন।

এদিকে জাহাঙ্গীর আলম ধানের শীষের প্রতীক নিয়ে ২০২০ সালের ১৩ জানুয়ারি দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন। এর আগে নির্বাচন কমিশনে দাখিল করা তার হলফনামায় তিনি এ মামলাটিতে (জিআর-২৬/৯৬) নিজেকে খালাস দেখান। অথচ মামলাটি বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। গত ২৪ আগস্ট ধার্য তারিখে বিচারক হাবিবা মণ্ডল আপিলকারী আসামি জাহাঙ্গীর আলমের জামিন নামঞ্জুর করেন। এ ছাড়া আদালত তার আগের পাবলিক পরীক্ষা আইনের সাজা ছয় মাস বহাল রাখেন। তাকে পরবর্তী ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। জাহাঙ্গীর আলম মঙ্গলবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জা শায়লা বেগমের আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাকে বগুড়া জেলহাজতে পাঠায়।

দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন জানান, নির্বাচনি হলফনামায় তথ্য গোপনের অপর মামলায় বগুড়ার জেলা জজ আদালত জাহাঙ্গীর আলমকে বাতিল করে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে তাকে (বেলাল) মেয়র ঘোষণা করেন। গত ৪ এপ্রিল নির্বাচন কমিশন থেকে এ ব্যাপারে গেজেট প্রকাশিত হয়। জাহাঙ্গীর আলম হাইকোর্টে রিট করলে বগুড়া জেলা জজ আদালতের (নির্বাচনি ট্রাইব্যুনাল) আদেশ স্থগিত করা হয়। আগামী ১৯ অক্টোবর শুনানির দিন ধার্য আছে।

সাবেক মেয়র বেলাল আরও জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পাঁচটি মামলার তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এসব ব্যাপারে তার বিরুদ্ধে মামলা চলমান আছে। জাহাঙ্গীর আদালতে জাল আদেশ জমা দিয়ে একটি জালিয়াতির মামলা ১০ বছর স্থগিত রাখেন। বিষয়টি হাইকোর্টের নজরে এলে তার বিরুদ্ধে মামলা করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!