X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে ড্রেজারডুবি: পটুয়াখালীতে ৪ শ্রমিকের দাফন

পটুয়াখালী
২৭ অক্টোবর ২০২২, ১৩:১২আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৩:১২

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সাগরে ড্রেজারডুবির ঘটনায় মৃতদের মধ্যে চার জনকে পটুয়াখালীতে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামে তাদের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে দাফন করা হয়েছে।

ড্রেজার ডুবে ৮ শ্রমিকের মৃত্যু, চর জৈনকাঠি গ্রামজুড়ে আহাজারি

দাফন করা চার শ্রমিক হলেন– ইমাম মোল্লা, মাহমুদ মোল্লা, আল আমিন ও জাহিদ ফকির।

জৈনকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মহসিন জানান, মীরসরাইয়ে ড্রেজারডুবিতে ৮ শ্রমিক নিখোঁজ হন। তাদের সবার বাড়ি পটুয়াখালীর জৈনকাঠিতে। নিখোঁজদের মধ্যে বুধবার বিকালে চার জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসন অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে পাঠিয়েছে। ওই ঘটনায় আলম সরদার নামে একজনের মরদেহ রাতে উদ্ধার করা হয়েছে। তার মরদেহও পটুয়াখালীতে আনা হচ্ছে।

পটুয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই জানান, মৃতদের পরিবারকে ১০ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। ওই ড্রেজারের মালিক নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের চর জৈনকাঠি গ্রামে তাদের লাশ বহনকারী অ্যাম্বুলেন্সটি পৌঁছায়। সে সময় গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানো কান্না আর আহাজারিতে ভারি হয় এলাকার বাতাস ।

গত ২৪ অক্টোবর সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে মীরসরাই উপকূলে ড্রেজার ডুবে নিখোঁজ হন আট শ্রমিক। ড্রেজারটি উল্টে এক-চতুর্থাংশ মাটির চাপা পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের খোকন কন্সট্রাকশনের অধীনে উপ-ঠিকাদার হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চল এবং একটি শিল্প গ্রুপের প্লটে বালু সরবরাহের কাছ করছিল সৈকত এন্টারপ্রাইজের ড্রেজারটি। ড্রেজারটি উদ্ধার এবং নিখোঁজ শ্রমিকদের সন্ধানের জন্য ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ১৩ জনের ডুবুরি দল, উপজেলা প্রশাসন, মিরসরাই থানা পুলিশ কাজ করে। সর্বশেষ বৃহস্পতিবার উদ্ধার অভিযানে যোগ দেন বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী ক্রেন ও ডুবুরিরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নিখোঁজ সবার লাশ উদ্ধারের পর ৬৩ ঘণ্টার উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া