X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দিনে গরম রাতে শীত

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
২৭ অক্টোবর ২০২২, ১৪:০০আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৪:০০

প্রকৃতিতে এখন হেমন্তকাল। ফসলের মাঠ, ঘাসের ডগায় জমছে হেমন্তের শিশির। এ ঋতুতে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে ঘন কুয়াশা। কুয়াশার কারণে ভোরে হেডলাইট জ্বালিয়ে রাস্তাঘাটে যানবাহন চলাচল করছে। রোদের কারণে দিনে গরম থাকলেও রাতে শীত অনুভূত হচ্ছে। দিনে গরম আর রাতে ঠান্ডা থাকায় বিভিন্ন রোগবালাই হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহজুড়ে তাপমাত্রা ১৭ থেকে ২২ ডিগ্রিতে ওঠানামা করলেও বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জেলার তেঁতুলিয়া উপজেলায় ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় দিনের বেলা সর্বোচ্চ ২৮ থেকে ৩১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

শহরের ইসলামবাগ এলাকার রফিকুল হাসান বলেন, ‘শেষ রাতে ঠান্ডা পড়ছে। এ সময় কাঁথা বা কম্বল গায়ে চাপাতে হয়। আবার দিনের বেলা গরমের কারণে ফ্যান চালাতে হয়।’

শহরের ডোকরোপাড়া এলাকার শিক্ষক কামরুজ্জামান কামু বলেন, ‘রাতে শীত আর দিনে গরম আবহাওয়ার বিরাজ করায় বিভিন্ন রোগবালাই হচ্ছে।’

কুয়াশার কারণে ভোরে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক এস এম মাহবুব উল আলম বলেন, ‘এ সময় বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে অ্যাজমা, হাঁপানি জাতীয় রোগ বেশি হয়।’

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া মুকুল বলেন, ‘দিন ও রাতের তাপমাত্রায় পার্থক্য বেশি থাকায় আমরা আবহাওয়ার এমন বিচিত্র রূপ দেখতে পাচ্ছি। সন্ধ্যার পর তাপমাত্রা কমে যাওয়ায় রাতে কুয়াশা ঝরছে। এ কারণে শীত অনুভূত হচ্ছে। অন্যদিকে সকালে সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়ায় দিনে বেশ গরম পড়ছে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, কুয়াশার কারণে রাত থেকে সকাল পর্যন্ত আবহাওয়া ঠান্ডা থাকছে। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে গরম আবহাওয়া বিরাজ করছে। তবে অক্টোবরের শেষে তাপমাত্রা আরও কমে যাবে। নভেম্বরের শুরু থেকেই পুরোপুরি শীত নামবে।

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি