X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

মইনুল হক মৃধা, রাজবাড়ী
৩০ অক্টোবর ২০২২, ০৯:৫৩আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৯:৫৩

মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে রাজবাড়ীর গোয়ালন্দে। শনিবার পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পর গৃহবধূর স্বামীর পরিবারের সব সদস্য বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

মৃত গৃহবধূর নাম সুমিতা আক্তার (২৫)। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউলজানি গ্রামের হতদরিদ্র সাইদ সরদারের মেয়ে। তার চার বছর বয়সের একটি মেয়ে সন্তানের জননী।

এ ঘটনায় মূল অভিযুক্ত সুমিতার স্বামী মামুন সরদার একই ইউনিয়নের পূর্ব তেনাপঁচা এলাকার আবদুর রাজ্জাক সরদারের ছেলে।

সুমিতার বাবা সাঈদ সরদার অভিযোগ করে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা দিকে তার মেয়েকে জামাই মামুন গলাটিপে হত্যা করার পর ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। পরে সে বাড়ি থেকে পালিয়ে যায়। ঝুলন্ত অবস্থা থেকে আমার মেয়েকে ওপর থেকে নামিয়ে তার শ্বশুর রাজ্জাক সরদার ও দেবর মিলে রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। ডাক্তার মৃত ঘোষণা করার পর তার শ্বশুর ও দেবর লাশ রেখে পালিয়ে যায়। তাদের বাড়ির পাশ থেকে একজন ফোন করে মেয়ের অসুস্থতার কথা জানায়। তারপর আমি দ্রুত ছুটে হাসপাতালে চলে আসি।’

তিনি আরও বলেন, ‘মামুন একজন চিহ্নিত মাদকসেবী। সে কিছুদিন আগে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। সেই মামলায় এখন জামিনে রয়েছে। সে নেশার টাকার জন্য আমার মেয়ের ওপর সব সময় অত্যাচার করতো এবং টাকার জন্য চাপ দিতো। আমার মেয়ে তার কথা না শুনলে অনেক মারধর করতো। এ নিয়ে অনেকবার এলাকায় বিচার-সালিশ হয়েছে।’

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘সুমিতার লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তার বাবা সাইদ সরদার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করছেন। সুমিতাকে হত্যা করার অভিযোগ উঠেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছেলের হাতে মা খুনের অভিযোগ
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি