X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কলেজছাত্রকে সংঘবদ্ধভাবে মারপিট-ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ১৬:০৩আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৬:০৩

গাজীপুরের কালীগঞ্জে রিদোয়ান হাসান আলিফ (১৯) নামে এক কলেজছাত্রকে মারপিট ও ছুরির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ নভেম্বর) রাত ৯টায় কালীগঞ্জের নরুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আলিফ পাশের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের আমানউল্লার ছেলে।

কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা আকন্দ বলেন, ‘উপজেলার নরুন উচ্চ বিদ্যালয় মাঠে চার দিনব্যাপী চলমান ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় ওই বাজারে যান রিদোয়ান। সেখানে তার পূর্ব পরিচিত বন্ধু অর্ণব (১৯), শ্রাবণ (১৯), নাদিম (১৯) সিফাত (১৯) এবং কাউসারের (১৯) সঙ্গে রিদোয়ানের দেখা হয়। তারা সবাই এইচএসসি পরীক্ষার্থী এবং প্রহ্লাদপুর গ্রামের বাসিন্দা। তারা ওই বাজারে দাঁড়িয়ে একসঙ্গে গল্প করছিলেন। অজ্ঞাত কয়েকজন কিশোর ও যুবক রাত পৌনে ৯টার দিকে এসে আলিফকে ধরে নরুন তিন রাস্তার মোড় থেকে কিছু দূরে নিয়ে যায়। ওই যুবক ও কিশোরদের সঙ্গে আরও প্রায় ৫০-৬০ জন কিশোর ও যুবক মিলে ওই স্থান ব্লক করে চারদিকে ঘিরে আলিফকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা আলিফের বুকে ও পেটে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আলিফের অপর বন্ধুরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিদোয়ান হাসান আলিফ প্রহ্লাদপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।’

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান খান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে অটোরিকশাচালককে হত্যা: দুজনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…