X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ১৭:৫৪আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৭:৫৪

বিএনপিকে উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘তারা যদি দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায় তবে জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে আসতে হবে। ভোট ছাড়া সেই অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই।’ রবিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইসলামপুরে কামিল মাদ্রাসার ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনও নাশকতা, দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনির অপচেষ্টা করলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে। নির্বাচনকে সামনে রেখে যারা শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন-অগ্রগতির পথ বন্ধ করতে চায়, তারা ’৭১-এর হত্যা-ধর্ষণ-লুণ্ঠনকারী। যুদ্ধাপরাধীদের দোসর। ’৭৫-এর হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী, অগ্নি-সন্ত্রাসী তারাই আবার উদ্যত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আওয়ামী লীগের মাধ্যমে উন্নয়ন হয়েছে প্রথমে বঙ্গবন্ধুর হাত ধরে, এখন হচ্ছে তার কন্যা শেখ হাসিনার হাত ধরে।’

মাদ্রাসার ভবন উদ্বোধনের পর মন্ত্রী সিরাজদিখান উপজেলা পরিষদ পরিদর্শন করেন।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক নাহিদ রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদফতর এবং মাদ্রাসা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ