X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক ও দফতরি আটক

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১২:১৬আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১২:২১

সাতক্ষীরার কালীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুলের নৈশপ্রহরী কাম দফতরিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ নভেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

আটক শিক্ষকের নাম আশরাফুল ইসলাম (৪৫)। তিনি সরাফদিপুর গ্রামের মৃত ইসরাইল সরদারের ছেলে। নৈশপ্রহরী কাম দফতরি সাইফুল ইসলাম (৩৫) মারকা গ্রামের জহুর আলী গাজীর ছেলে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হাসান ও স্থানীয় একাধিক ব্যক্তি জানান, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম এই স্কুলে যোগদানের পর থেকে তার দফতরি সাইফুল ইসলামের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদের যৌন হয়রানি করছে। সর্বশেষ এক শিক্ষার্থীকে সাইফুল প্রাইভেট পড়ানোর কথা বলে বিদ্যালয়ের কক্ষে নিয়ে যৌন নিপীড়ন চালায়। ওই শিক্ষার্থী বিষয়টি তার মা-বাবাকে জানায়। শিক্ষার্থীর মা-বাবা বিষয়টি নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে জানান।

এসব ঘটনাকে কেন্দ্র করে রবিবার বেলা ১২টার দিকে স্কুলের ম্যানেজিং কমিটির সভা হয়। সভায় প্রধান শিক্ষক ও তার সহযোগী দফতরিকে জরিমানা করে রেহাই দেওয়ার কথা বললে অভিভাবকরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় উত্তেজিত অভিভাবক এবং এলাকাবাসী প্রধান শিক্ষক ও দফতরিকে স্কুলে অবরুদ্ধ করে রেখে থানায় খবর দেন। পরে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোরশেদ, বুলবুল, মিলন ঘোষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশের উপস্থিতিতে আটকদের ওপর হামলা চালাতে যান ক্ষুব্ধ অভিভাবকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্তদের আটক করে দ্রুত থানায় নিয়ে আসে পুলিশ।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোর্শেদ জানান, অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

/এমএএ/
সম্পর্কিত
নিরাপদ পানির দাবিতে নদীতে কলস ভাসিয়ে প্রতিবাদ
পানি আনতে স্কুল ফুরায়
জনপদজুড়ে সুপেয় পানির হাহাকার
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা