X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘দেশের প্রতি ভালোবাসার টানেই পতাকা বিক্রি করি’

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
১৪ ডিসেম্বর ২০২২, ২০:১৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ২১:১৮

দরজায় কড়া নাড়ছে মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লাখ শহীদের আত্মদানে পরাধীনতা থেকে মুক্ত হয়ে আমরা পাই লাল-সবুজের পতাকা। বিজয় দিবস আসলে তাই বেড়ে যায় পতাকার বেচাবিক্রি। বিজয় দিবসকে ঘিরে এখন কুষ্টিয়ার বিভিন্ন স্থানে দেখা মিলছে মৌসুমি পতাকা বিক্রেতার।

কুষ্টিয়ার মিরপুর উপজেলা চত্বরে কথা হয় মৌসুমি পতাকা বিক্রেতা পল্টু মণ্ডলের (৫৩) সঙ্গে। তিনি বলেন, ‘প্রায় ২০ বছর ধরে পতাকা বিক্রি করি। প্রতি বছরের ডিসেম্বরের ছয় দিন, ফেব্রুয়ারিতে দুই দিন এবং মার্চ মাসে দুই দিন পতাকা বিক্রি করি। এ ছাড়া বছরের অন্য সময় মাস্ক বিক্রি করে সংসার চালাই।’

পতাকা বিক্রি করে খুব কম রোজগার হয় পল্টুর। তারপরেও দেশাত্মবোধ থেকেই পতাকা বিক্রি করেন জানিয়ে তিনি বলেন, ‘দেশের প্রতি ভালোবাসার টানেই পতাকা বিক্রি করি। যখন নিজের দেশের পতাকা কারও হাতে তুলে দিই তখন অন্যরকম অনুভূতি হয়।’

টানাপড়েনের মধ্যে সংসার চালানোর কথা উল্লেখ করে পল্টু বলেন, ‘স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, নাতিসহ ছয় জনের টানাপোড়েনের সংসার। প্রতিদিন যে আয় হয় তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়। সংসারে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা খরচ। কোনও কোনও দিন আয় হয় ৪শ’ থেকে ৫শ’ টাকা। প্রায় দিনই ঘাটতি থেকে যায়। অনেক সময় না টাকা জোগাতে পারলে কম খাই।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের সঙ্গে পতাকার দামও অনেক বেড়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘বাজারে জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, সবকিছুর দাম এখন চড়া। আগে বড় সাইজের পতাকা ৬৫ টাকায় কিনতাম, এখন সেটি বেড়ে হয়েছে ৯৫ টাকা। এ ছাড়াও মাঝারি সাইজেরটি ৪০ টাকা ছিল, এখন সেটি ৬৫ টাকায় কিনতে হচ্ছে। ছোট সাইজের পতাকাও এখন ১০ টাকা থেকে বেড়ে ৪০ টাকায় পাইকারি কিনতে হচ্ছে। আগের চেয়ে লাভও কমেছে।’

ফেরি করে পল্টু আশপাশের জেলাতেও পতাকা বিক্রি করেন। তিনি বলেন, ‘প্রতিদিন ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়ার নিজ গ্রাম থেকে বিভিন্ন এলাকায় পতাকা বিক্রি করতে যাই। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলায় গিয়ে পতাকা বিক্রি করি। এসব পতাকা ঢাকা থেকে পাইকারি কিনে নিয়ে আসি।’

/এমএএ/
সম্পর্কিত
‘বঙ্গবন্ধুর আন্দোলন মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উৎসাহিত করেছিল’
বাঙালি আত্মমর্যাদাশীল জাতি: স্পিকার
স্বাধীনতা দিবসে বঙ্গভবনের সংবর্ধনায় ভুটানের রাজা ও রানি
সর্বশেষ খবর
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন